বড় ধাক্কা ইংল্যান্ডের শিবিরে, টি-২০ বিশ্বকাপের দল থেকে ছিটকে গেলেন এই মহাতারকা

টি-২০ বিশ্বকাপের জন্য শুক্রবারই দল ঘোষণা করেছে ইংল্যান্ড। বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই অস্ট্রেলিয়ায় হতে চলা সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটের মেগা ইভেন্ট থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের তারকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। গল্ফ খেলার সময়ে এক 'বিস্ময়কর দুর্ঘটনার' কারণে চোট পান জনি, যার ফলে পুরো মরসুম থেকেই ছিটকে গিয়েছেন জনি। টি-২০ বিশ্বকাপের তাঁর খেলার আর কোনও আশা নেই।

শুক্রবার একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এই কথা জানিয়েছে। ইংল্যান্ড ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছেন, "ইংল্যান্ড এবং ইয়র্কশায়ারের ব্যাটার জোনাথন বেয়ারস্টো বাকি মরসুম থেকে এবং আইসিসি টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। লিডসে শুক্রবার গল্ফ খেলার সময়ে একটি অদ্ভুত দুর্ঘটনায় বেয়ারস্টো শরীরের নীচের দিকে চোট পেয়েছেন।"

ওই প্রেস বিজ্ঞপ্তিতে ইসিবি'র আরও সংযোজন আগামী সপ্তাহে এক জন বিশেষজ্ঞকে দেখাবেন জনি বেয়ারস্টো যাতে চোটের পুরো বিষয়টা সম্পর্কে বোঝা যায়। বেয়ারস্টো সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের চোটের বিষয়ে নিজেও জানিয়েছেন। তিনি বলেছেন, "দুর্ভাগ্যজনক ভাবে আসন্ন ম্যাচ/ট্যুরে আমি খেলতে পারব না। এর কারণ হল একটি অদ্ভুত অ্যাক্সিডেন্টে আমি চায়ের নীচের দিকে চোট পেয়েছি এবং এটার জন্য অপারেশন প্রয়োজন। আজ সকালে গল্ফ কোর্সে স্লিপ খেয়ে পড়ে যাওয়ায় এই আঘাত লাগে। আমি অত্যান্ত হতাশ এবং ওভালে এই সপ্তাহের জন্য এবং অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপের জন্য নির্বাচিত সতীর্থদের শুভ কামনা জানাই।" দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টের জন্য বেন ডাকেটকে দলে নেওয়া হয়েছে। তবে, এখনও পর্যন্ত টি-২০ বিশ্বকাপের দলে জনি বেয়ারস্টোর পরিবর্তের নাম ঘোষিত হয়নি।

অপরাজিত থেকে ডুরান্ড কাপের শেষ আটে মহমেডান স্পোর্টিং, ভাগ্যের জোরে হার বাঁচালো সুনীল ছেত্রী বেঙ্গালুরুঅপরাজিত থেকে ডুরান্ড কাপের শেষ আটে মহমেডান স্পোর্টিং, ভাগ্যের জোরে হার বাঁচালো সুনীল ছেত্রী বেঙ্গালুরু

More ENGLAND News  

Read more about:
English summary
Big blow for England. England's wicket keeper-batter Jonny Bairstow suffered an injury caused by a freak accident while playing golf. He has ruled him out of the ICC T20I World Cup 2022.