কয়লা পাচার কাণ্ডে আজ ইডি হাজিরা অভিষেকের, দিল্লি থেকে হাজির তদন্তকারীরা

কয়লা পাচার কাণ্ডে আজ ইডির দফতরে হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তাঁকে নোটিস ধরিয়েেছ ইডি। এই প্রথম কলকাতায় হাজিরা দেওয়ার কথা। বেশ কিছু নথি নিয়ে তাঁকে হাজিরা দিতে বলেছে ইডি।
ইতিমধ্যই দিল্লি থেকে ইডির অফিসাররা পৌঁছে গিয়েছেন দিল্লিতে। সিজিও কমপ্লেক্সকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।

কলাপাচার কাণ্ডে এই প্রথম কলকাতায় ইডর দফতরে হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতায় তলব করা হয়েছে। এর আগে ২বার দিল্লিতে তাঁকে জেরা করা হয়েছিল। তার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতে আবেদন জানিয়েছিলেন তাঁকে জেরা করতে হলে যেন কলকাতায় েজরা করা হয়। কারণ তাঁর পক্ষে বারবার দিল্লিতে আসা সম্ভব নয়। কয়কদিন আগে রুজিরা বন্দ্যোপাধ্যায়কও সিজিও কমপ্লেক্সে জেরা করতে ডেকেছিল। তাঁকে জেরা করা হয়েছে।

অভিষেককে নোটিস পাঠানোর পাশাপাশি তাঁর শ্যালিকা মেমকা গম্ভীরকে নোটিস ধরায় ইডি। দিল্লিতে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। হাইকোর্টের অনুমতিতেই আজ দিল্লিতে হাজিরা দেবেন না মেনকা।

প্রসঙ্গত উল্লেখ্য সোমবার টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ২ জনেই আশঙ্কা প্রকাশ করেছিলেন ইডি এবং সিবিআই তৎপরতা নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আজ এতবড় সভা হচ্ছ কালই হয়তো অভিষেককে নোটিস ধরাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন আগামী ৫ দিনের মধ্যে অনেক কিছু ঘটতে পারে। সেই আশঙ্কা সত্যি করেই মঙ্গলবার ইডি নোিটস ধরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

বিস্তারিত আসছে...

More ABHISHEK BANERJEE News  

Read more about:
English summary
Abhishek Banerjee will apear at ED office at Kolkata