দেশের ফুটবলের শীর্ষ পদে কল্যাণ, প্রতিক্রিয়া দিলেন এআইএফএফ-এর প্রাক্তন সিনিয়র সহ সভাপতি সহ তিন প্রধানের কর্তারা

বাইচুং ভুটিয়াকে একপেশে ব্যবধানে হারিয়ে এআইএফএফ-এর নয়া সভাপতি নির্বাচিত হয়েছেন কল্যাণ চৌবে। দুই প্রাক্তন ফুটবলারের লড়াইয়ে প্রথম থেকেই এগিয়ে ছিলেন কল্যাণ। তাঁর সভাপতি পদে নির্বাচিত হওয়াটা ছিল স্রেফ সময়ের অপেক্ষা। বাইচুং বিভিন্ন রাজ্য সংস্থাকে সমর্থনের প্রস্তাব জানালেও স্ট্রাইকার বনাম গোলরক্ষকের লড়াইয়ে তেকাঠির শেষ প্রহরী জিতেছেন। বাংলার সন্তান কল্যাণ চৌবে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর নিজেদের প্রতিক্রিয়া জানালেন কলকাতার তিন প্রধান ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার, মোহনবাগান সচিব দেবাশিস দত্ত, মহমেডান সচিব দানিশ ইকবাল এবং সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রাক্তন সিনিয়র সহ সভাপতি সুব্রত দত্ত।

দেবাশিস দত্ত, সচিব, মোহনবাগান:

আশা করি কল্যাণ এআইএফএফ-এর সভাপতির পদে দায়িত্ব নেওয়ার পর ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভাল কাজ করবে। একা সভাপতি কিছু করতে পারে না, পুরো কমিটিকেই ভাল ভাবে কাজ করতে হবে। ফুটবলের উন্নতির জন্য কাজ করতে হবে। আশা করি দক্ষ অ্যাডমিনিট্রেটার হিসেবে আমর ওকে (কল্যাণ) দেখতে পাব। অনেক দিন কাজ বন্ধ রয়েছে এআইএফএফ-এর, অনেক কাজ রয়েছে যা করতে হবে। ওদের দিকে দেশের ফুটবল তাকিয়ে রয়েছে।

দেবব্রত সরকার, শীর্ষ কর্তা, ইস্টবেঙ্গল:

আমাদের ক্লাব থেকেই ওর কেরিয়ার শুরু করেছিল। আমরা অত্যন্ত গর্বিত এআইএফএফ-এর সভাপতি হিসেব ও নির্বাচিত হওয়ায়। বাইচুং যেমন আমাদের ঘরের ছেলে তেমনই কল্যাণও আমাদের ঘরের ছেলে। আমাদের ক্লাবে চার বছর ও খেলেছে। আমাদের ক্লাব থেকেই ওর শুরু। ঘরের দুই ছেলেকেই আমি বার্তা দিতে চাই, তারা যে এক সঙ্গে কাজ করে। কল্যাণকে যেন যে কোনও প্রয়োজনে বাইচুং সহায়তা করে।

দানিশ ইকবাল, সচিব, মহমেডান:

বাংলার মানুষ এবং প্রাক্তন ফুটবলার উনি। আমরা চাই উনি ভাল করে কাজ করুন এবং বাংলা ফুটবলকে এগিয়ে নিয়ে যান। একজন বাঙালি শীর্ষ পদে গিয়েছে, আমরা গর্বিত। উনি অতীতে প্রশাসনিক কাজ করেছেন। আশা করবো বাংলার ফুটবলকে আরও উপরে তিনি নিয়ে যাবেন।

সুব্রত দত্ত, প্রাক্তন সিনিয়র সহ সভাপতি (এআইএফএফ):

প্রথম ফুটবলার হিসেবে এআইএফএফ-এর সভাপতি নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্ট করলেন কল্যাণ চৌবি। বাইচুং ভুটিয়ার মতো প্রতিদ্বন্দ্বীকে ৩৩-১ ভোটে হারিয়ে ইতিহাস তৈরি করলেন তিনি। ওনাকে আমি স্বাগত জানাই ফুটবল প্রশাসনে। অনেকে অসংখ্য অভিনন্দন। আশা করব তিনি ভারতীয় ফুটবলকে আরও এগিয়ে নিয়ে যাবেন।

More AIFF News  

Read more about:
English summary
Top officials of three Giants East Bengal, Mohun Bagan, Mohammedan along with former senior vice president of AIFF Subrata Dutta congrats Kalyan Choubey for became next president of AIFF