৫ পয়সার দুর্নীতি প্রমাণ হলে ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ
শুক্রবার ইডির জেরার পর সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বললেন, আমার বিরুদ্ধে যদি ৫ পয়সার দুর্নীতি প্রমাণ করতে পারেন ফাঁসির মঞ্চে জীবন দেব। প্রমাণ করুন ৫ পয়সা নিয়েছি। একটা যোগসূত্র মিললে ফাঁসি কাঠে ঝুলব। এবার কেন্দ্রীয় এজেন্সি ও বিজেপির দিকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়লেন অভিষেক।
তিনবার গিয়েছি, প্রয়োজনে ৩০ বার যাব
শুধু বিজেপিকেই নয়, ইডির অফিস থেকে বেরিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় একহাত নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। অমিত শাহকে নিশানা করে তিনি বলেন, তাঁর ছেলে জাতীয় পতাকার অবমাননা করেছে, তার সমালোচনা করেছি বেল ইডির নোটিশ পাঠিয়ে দিল, তাতে আমার কিছু যায় আসে না। তিনবার ডেকেছে তিনবার গিয়েছি, প্রয়োজনে ৩০ বার যাব। কিন্তু প্রমাণ হয়ে গিয়েছে, এটা আমাদের নৈতিক জয়।
ঘোড়া কেনাবেচা ছাড়া কাজ নেই, বিজেপিকে নিশানায় অভিষেক
বিজেপিকে নিশানায় অভিষেক বলেন, ঘোড়া কেনাবেচা করে সরকার ফেলা আর বিরোধীদের সিবিআই-ইডি লেলিয়ে দেওয়া ছাড়া ওদের ওদের কোনও কাজ নেই। বাংলায় তৃণমূল সরকারে আছে বলে, ঝাড়খণ্ডের সরকার পড়েনি। আর গোয়ায় তৃণমূলের সরকার হলে মহারাষ্ট্রের সরকার পড়ত না। অভিষেক বলেন, বিহারের বিজেপির সরকার পতন হয়েছে, তারপরই দেখুন লেলিয়ে দিয়েছে ইডি-সিবিআই। যখন বিজেপি সরকারে ছিল তখন কেন তদন্ত হল না। আসলে এরা ই়ডি-সিবিআই লেলিয়ে দিয়ে সরকার ফেলতে চায়।
গরু পাচারের ফোড়েকে দিয়ে গরু পাচারের তদন্ত
গরু পাচারের ফোড়েকে দিয়ে গরু পাচারের তদন্ত। গরু পাচারে অভিযুক্ত নিশীথ প্রামাণিককে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী করা হয়েছে। চোরকে দিয়েই চুরির তদন্ত। তাহলেই ভাবুন না কেমন তদন্ত চলছে। ফের অভিষেকের মুখে উটে এল স্বরাষ্ট্রমন্ত্রী কেলেঙ্কারির তত্ত্ব। তিনি গরু ও কয়লা পাচালকে আদতে স্বরাষ্ট্রমন্ত্রী কেলেঙ্কারি বলে ব্যাখ্যা করলেন।
শুভেন্দু অধিকারী ফোন করেছিলেন, অভিযোগ অভিষেকের
অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন একহাত নেন শুভেন্দু অধিকারীকেও। তিনি অবিযোগ করেন, কয়লা পাচারকাণ্ডে ফেরার অভিযুক্তের সঙ্গে ফোনে কথা বলেছেন শুভেন্দু অধিকারী। এদিকে বলা হচ্ছে, ফেরার অভিযুক্ত দ্বীপরাষ্ট্রে পালিয়ে গিয়ে গা ঢাকা দিয়েছেন। আর অন্যদিকে শুভেন্দু অধিকারী তাঁকে ফোন করে বলেছেন, তোমার মামলা আমি দেখে নেব। মাত্র ৬ থেকে ৮ মাস আগে এই ফোন করা হয়েছিল।
অভিষেক তৃতীয়বার ইজডির মুখোমুখি হতেই...
উল্লেখ্য, কয়লা পাচার-কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবার নিয়ে মোট তিনবার জেরা করা হল। এদিন কলকাতায় জেরা করা হয় তাঁকে। তার আগে দুবার জেরা করা হয়েছিল দিল্লিতে। এদিন জেরা চলাকালীন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, আজই বড় কিছু ঘটতে পারে। আরা তার অদ্যাবধি পরে সুপ্রিম কোর্ট জানায়, সোমবার পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও চরম পদক্ষেপ করতে পারবে না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।