ইউএস ওপেনের ডাবলসে হার উইলিয়ামস বোনদের, নজরে সেরেনার সিঙ্গলস তৃতীয় রাউন্ডের ম্যাচ

ইউএস ওপেনে আজও নজর থাকবে সেরেনা উইলিয়ামসের দিকে। অবসরের আগে শেষ গ্র্যান্ড স্ল্যাম খেলছেন। আজ সিঙ্গলসে তৃতীয় রাউন্ডের ম্যাচ রয়েছে। তবে তার আগে মহিলাদের ডাবলসের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গিয়েছে সেরেনা ও ভেনাস উইলিয়ামসের জুটি। ২০১৮ সালের পর এই প্রথম দুই বোন জুটি বেঁধে নামলেও সেই অভিজ্ঞতা সুখকর হলো না।

সেরেনা-ভেনাসের বিদায়

সেরেনা-ভেনাস জুটির দখলে রয়েছে ১৪টি গ্র্যান্ড স্ল্যাম ডাবলস খেতাব। ফ্লাশিং মেডোয় গতকাল রাতে এই জুটি ইতিহাস গড়ল এই কারণে যে, এই প্রথম তাঁরা জুটি বেঁধে নেমেছিলেন আর্থার অ্যাশ স্টেডিয়ামে। সেরেনার অবসরের আগে এই ম্যাচটিকে ঘিরে ছিল আবেগঘন পরিস্থিতি। তবে কোর্টে দুই বোনের পারফরম্যান্স দেখে মনে হচ্ছিল, তাঁদের তালমিলে সমস্যা হচ্ছে। যার সুযোগ নিয়ে চেক প্রজাতন্ত্রের লিন্ডা নসকোভা ও লুসি রাডেকা জুটি জয় ছিনিয়ে নিলেন ৭-৬, ৬-৪ ব্যবধানে। প্রথম রাউন্ডে উইলিয়ামস বোনেদের বিদায় স্বাভাবিকভাবেই হতাশ করল টেনিসপ্রেমীদের। সেরেনার অস্তিত্ব আপাতত টিকে রইল সিঙ্গলসেই।

ছন্দহীন দুই বোন

সেরেনা-ভেনাস জুটি ইউএস ওপেনের ডাবলস খেতাব জিতেছিলেন ১৯৯৯ ও ২০০৯ সালে। প্রথম সেটে উইলিয়ামস বোনেরা শুরুটা খারাপ করেননি। এগিয়েও ছিলেন। কিন্তু চেক প্রতিপক্ষ দারুণভাবে ঘুরে দাঁড়ান। ভেনাসের বল টস করতে সমস্যা হচ্ছিল। অভিজ্ঞ রাডেকার নেটে ভলিও অস্বস্তি বাড়াতে থাকে সেরেনা-ভেনাসের। প্রথম সেট টাইব্রেকে গড়ালে সেরেনা নিজের দুটি সার্ভিসেই জয় পান। অন্যদিকে, সমতা ফেরান নসকোভা। এরপর রাডেকার দুরন্ত পারফরম্যান্স চেক জুটিকে প্রথম সেট জিততে সহায়তা করে। দ্বিতীয় সেটে প্রথম থেকেই দাপট ছিল চেক জুটির। সেরেনারা পিছিয়ে পড়েন ০-৩ ব্যবধানে। দর্শকরা উইলিয়ামস বোনেদের হয়ে গলা ফাটালেও শেষ অবধি তাঁরা জিততে পারেননি।

হার দিয়ে শেষ

সেরেনা ও ভেনাস জুটি গ্র্যান্ড স্ল্যামে ডাবলস খেতাব শেষবার জিতেছিল ২০১৬ সালের উইম্বলডনে। ২০০০, ২০০৮ ও ২০১২ সালের অলিম্পিকেও ডাবলস সোনা জেতে এই জুটি। চারটি গ্র্যান্ড স্ল্যামে তাঁদের প্রথম ডাবলস খেতাব জয় নিশ্চিত হয়েছিল ২০০৯ সালের উইম্বলডন ও ইউএস ওপেন এবং ২০১০ সালের অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেনে। ২০১৮ সালের ফরাসি ওপেনে তৃতীয় রাউন্ড থেকে বিদায়ের পর দুই বোন এতদিন আর জুটি বাঁধেননি।

নজরে সিঙ্গলস

সেরেনা বিশ্বের ২ নম্বর অ্যানেট কন্টাভেইটকে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন। আজ অস্ট্রেলিয়ার আইলা টমজানোভিচের বিরুদ্ধে ম্যাচ রয়েছে সেরেনার। ইউএস ওপেনে দুবারের সিঙ্গলস চ্যাম্পিয়ন ভেনাস অবশ্য এবার বিদায় নেন প্রথম রাউন্ডেই।

More US OPEN News  

Read more about:
English summary
US Open: Serena And Venus Williams Lost To Czech Duo In The First-Round Match Of Women's Doubles. Serena Will Return To Arthur Ashe Stadium For Her 3rd-Round Singles Match Tonight.
Story first published: Friday, September 2, 2022, 10:43 [IST]