লোকসভা ভোটের আগে সমাজবাদী পার্টি শিবিরের স্নায়ুচাপ বাড়ালেন শিবপাল যাগব। নতুন রাজনৈতিক দল তৈরি করার কথা ঘোষণা করেছেন তিনি। এদিন উত্তর প্রদেশের প্রগতিশীল সমাজবাদী পার্টি লোহিয়ার প্রতিষ্ঠাতা শিবপাল সিং যাদব আবার নতুন রাজনৈিতর দল তৈরির কথা ঘোষণা করেন। যার নাম তিনি রখেছেন যাদব রেনেসাঁ মিশন।
নতুন রাজনৈতিক দল তৈরির কথা ঘোষণা করে শিবপাল সিং যাদব জানিয়েছেন,তাঁর এই দল কোনও রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই করবে না। এই রাজনৈতিক দলটি বিভিন্ন সামাজিক অধিকার রক্ষা নিয়ে লড়াই করবে। এই দলের প্রতিষ্ঠাতা তিনি। আর সভাপতি পদে থাকবেন সম্বলের সাংসদ ডিপি যাদব। সেই সঙ্গে বিশিষ্ট লেখক বিশ্বত্মা এই সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য হয়ে থাকবেন।
শিবপাল যাদবের এই নতুন রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য হল শ্রেণী বা বর্ণ ভিত্তিক জনগণনা করা। এছাড়া যাদব রেজিমেন্ট তৈরি করা নিয়েও এই দল কাজ করবে। সমাজবাদী পার্টির বড় ভোটব্যাঙ্ক শিবপাল যাদব। প্রথমে তিনি সমাজবাদী পার্টিতে থাকলেও পরে বেরিয়ে এসে নতুন দল গঠন করেছিলেন। তবে সমাজবাদী পার্টির শরিক হিসেবেই ভোটে থেকেছেন তিনি। যাদব সম্প্রদায়ের একটা বড় অংশের ভোট রয়েছে শিবপাল যাদবের সঙ্গে।
কাজেই লোকসভা ভোটের আগে যাদব সম্প্রদায়ের অধিকার নিয়ে শিবপাল যাদবের এই উদ্যোগ সাড়া ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ উচ্চবর্ণের ভোট ক্রমশ হারাতে শুরু করেছে বিজেপি। বিধানসভা ভোটেই তার প্রতিফলন দেখা গিয়েছে। লোকসভা ভোটের আগে শিবপাল যাদবের এই নতুন রাজনৈতিক দল বড় ভূমিকা িনতে পারে বলে মনে করা হচ্ছে।