সচিন তেন্ডুলকর অধিনায়ক হিসেবেই মাঠে ফিরছেন, কোন টুর্নামেন্টে জানেন? কলকাতায় কি খেলা পড়ছে?

সচিন তেন্ডুলকর ফের মাঠে নামছেন। অধিনায়ক হিসেবেই। গত বছর রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে তাঁর নেতৃত্বাধীন ইন্ডিয়া লেজেন্ডস চ্যাম্পিয়ন হয়েছিল। এবার খেতাব দখলে রাখার লক্ষ্যে নামবে সচিনের দল। মাস্টার ব্লাস্টারের ব্যাটিং দেখার জন্য গত বছরও স্টেডিয়াম ভর্তি ছিল। টিভিতেও চোখ রেখেছিলেন ক্রিকেটপ্রেমীরা। যাবতীয় সংশয় কাটিয়ে ফের মাঠে নামার সিদ্ধান্ত নিলেন সচিন।

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ

১০ সেপ্টেম্বর কানপুরে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের উদ্বোধন। ২২ দিন ধরে চলবে প্রতিযোগিতাটি। রায়পুরে হবে সেমিফাইনাল ও ফাইনাল। ইন্দোর ও দেরাদুনেও রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৬ সেপ্টেম্বর ইডেনে লেজেন্ডস লিগ ক্রিকেটের চ্যারিটি ম্যাচে খেলতে নামবেন সচিনের দীর্ঘদিনের ওপেনিং পার্টনার সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি নেতৃত্ব দেবেন ইন্ডিয়া মহারাজাস দলকে। অবশ্য তার আগেই রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে নেমে পড়বেন সচিন। এই টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে ১ অক্টোবর।

সচিন খেলবেন

সচিন যে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলার ব্যাপারে সম্মতি দিয়েছেন তা জানিয়েছেন আয়োজকরা। ভারত তথা বিশ্বে পথ নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই কেন্দ্রীয় সরকারের সড়ক ও মহাসড়ক মন্ত্রক, তথ্য ও প্রযুক্তি মন্ত্রক এবং যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের সহযোগিতায় এই টুর্নামেন্টটি আয়োজন করা হয়। কোন দলে কারা থাকবেন সে ব্যাপারটি এখনও প্রকাশ করা না হলেও আয়োজকদের তরফে জানানো হয়েছে, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটাররা এবারের প্রতিযোগিতায় অংশ নেবেন।

পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি

কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি আশাবাদী, রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ দেশের জনমানসে পথ নিরাপত্তা সংক্রান্ত নিয়মকানুন মেনে চলার ক্ষেত্রে ইতিবাচক প্রভাবই ফেলবে। সকলে সচেতন হলে পথ দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনাও কমবে। রাস্তা কীভাবে চলাফেরা করা উচিত, কোন নিয়ম মেনে চলে সতর্ক থাকতে হয় এই সংক্রান্ত বার্তা আরও বেশি করে মানুষের মনে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ গেঁথে দিতে পারবে বলে আশাপ্রকাশ করেছেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।

মাস্টার ব্লাস্টার ম্যাজিক

সচিন তেন্ডুলকর এবার জাতীয় ক্রীড়া দিবসে নিজের ব্যাটিংয়ের একটি ভিডিও পোস্ট করেছিলেন। তাতে দেখা গিয়েছে ইনডোরে সচিন স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বিভিন্ন ধরনের শট খেলছেন। টাইমিংও দারুণ। ফলে বোঝাই যাচ্ছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের প্রস্তুতি মাস্টার ব্লাস্টার শুরু করে দিয়েছেন। আগের রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে সচিন ৭টি ম্যাচে ২টি অর্ধশতরান করেছেন। এবার ফের মাস্টার ব্লাস্টার ম্যাজিক দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

More SACHIN TENDULKAR News  

Read more about:
English summary
Sachin Tendulkar Will Lead Defending Champions India Legends In The Road Safety World Series. The 22-Day Long Tournament Will Be Played In Kanpur, Raipur And Dehradun.
Story first published: Thursday, September 1, 2022, 16:22 [IST]