সংকটে ঝাড়খণ্ড। আজই হয়তো পদত্যাগ করতে পারেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। আজই রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাচ্ছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেস বিধায়করা। সূত্রের খবর, হেমন্ত সোরেনের বহিষ্কারের নির্দেশেরে প্রতিবাদ জানিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে প্রতিবাদ জানাবে।
আশঙ্কা কি তবে সত্যি হচ্ছে। ঝাড়খণ্ডে কি শেষ পর্যন্ত বিজেপির কাছে মাথা নোয়াতে বাধ্য হবেন হেমন্ত সোরেন। কারণ ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। আজই রাজ্যপালের কাছে দেখা করার জন্য সময় চেয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেসের বিধায়করা। তার পরেই হেমন্ত সোরেনের পদত্যাগের জল্পনা শুর হয়ে গিয়েছে।
ইতিমধ্যেই বিধায়করা পৌঁছে গিয়েছেন রাজভবনে। কেন তাঁরা হঠাৎ করে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেলেন তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি হেমন্ত সোরেনকে বিধানসভা থেকে বহিষ্কারের জন্য রাজ্যপালের কাছে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। তার জেরে প্রবল সংকটে রয়েছে ঝাড়খণ্ড সরকার। বিজেপি বিধায়কদের ভাঙাতে পারে এই আশঙ্কায় গতকালই ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বিশেষ চার্টার্ড বিমানে করে কংগ্রেস এবং আরজেডি বিধায়কদের ছত্তিশগড়ের রায়পুরে একটি রিসর্টে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ৪৭টি রুম বুক করা হয়েছিল বিধায়কদের জন্য। তারপরে আবার আজ কী এমন ঘটল যে কংগ্রেস এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিধায়কদের রাজ্যপালের সঙ্গে দেখা করতে যেতে হচ্ছে।