দুই নেতার অস্বস্তির ভিডিও ভাইরাল
নীতীশষ কুমার আসন ছেড়ে উঠে দাঁড়াতেই কেসিআর নীতীশ কুমারকে অনুরোধ করেন বসার জন্য। পাল্টা নীতীশ কুমার কেসিআরকে বলেন, সেখান থেকে আসন ছাড়ার জন্য। দুই নেতার একে অপরকে বৈঠিয়ে কিংবা চলিয়ে মন্তব্য বিরোধীদের মধ্যে মতবিরোধ হিসেবেই দেখছে রাজনৈতিক মহলের একাংশ। কে হবেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী পদপ্রার্থী, যা নিয়ে দুই নেতার অস্বস্তি।
|
সোশ্যাল মিডিয়ায় বিজেপি
ওই ভিজিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিজেপির নেতারা। যেখানে নীতীশ কুমারকে কটাক্ষ করে বলা হয়েছে, গতমাসে এই ব্যক্তিই বিজেপিকে ছেড়ে তেজস্বী যাদব এবং কংগ্রসকে সঙ্গে করে নতুন সরকার গঠন করেন। যদিও নীতীশ কুমারের ঘনিষ্ঠমহল সূত্রে দাবি করা হয়েছে বিষয়টি ভুল ব্যাখ্যা করা হচ্ছে। সাংবাদিকরা একটি প্রশ্নের পুনরাবৃত্তি করছিলেন বলেই নীতীশ কুমার সেখান থেকে চলে যেতে চাইছিলেন। এইভাবে নীতীশ কুমার কেসিআরকে অপমান করেছেন বলেও বিজেপির তরফে মন্তব্য করা হয়েছে।
কেসিআর বলেছেন, একসঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে
প্রধানমন্ত্রী পদের জন্য উচ্চাকাঙ্খা রয়েছে নীতীশ কুমার থেকে কেসিআর সবারউ। তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেন, তিনি প্রধানমন্ত্রী পদে নীতীশ কুমারের নাম সমর্থন করবেন কিনা। কেননা তিনি পটনা সফরে গিয়েই নীতীশ কুমারকে সিনিয়র নেতা বলে বর্ণনা করেছেন। তবে কেসিআর উত্তর দিয়েছেন একসঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। এই উত্তরে পরেও আবার একই প্রশ্ন করা হলে নীতীশ কুমার উঠে দাঁড়ান এবং একঘন্টা ধরে চলা সাংবাদিক সম্মেলন শেষ করার ইঙ্গিত দেন।
সেই সময় দেখা যায় কেসিআর নীতীশ কুমারকে বলছেন বৈঠিয়ে না। বিহারের মুখ্যমন্ত্রীর হাত ধরে টানতেও দেখা যায় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে। কেসিআর বলেন তিনি বললে মানুষ মেনে নেবে কেন? কোনও তাড়াতাড়ি নেই। এব্যাপারে সব বিরোধীদের সঙ্গে কথা বলতে হবে বলেও জানান তিনি। নীতীশ কুমার কেসিআরকে বলেন চলুন যাই। এসবের মধ্যে ঢুকবেন না।
বিজেপি বিরোধী শক্তিগুলিতে একত্রিত করার চেষ্টা করা হবে
সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী এবং অন্য বিরোধীদের নিয়েও প্রশ্ন ওঠে। কেসিআর সেই সময় বলেন তারা বিজেপি বিরোধী সব শক্তিকে একত্রিত করার চেষ্টা করবেন।