মমতাকে নিশানা অমিত মালব্যর
দুর্গাপুজোর শোভাযাত্রা নিয়ে এলাহি আয়োজন। গোটা শহর জুড়ে সকাল থেকে সেই শোভাযাত্রায় গা ভাসিয়েছিল। জেলা থেকে িনয়ে আসা হয়েছিল শিল্পীদের। বাউল-ছৌ-ধামসা মাদল থেকে রবীন্দ্র সঙ্গীত সব মিলিয়ে বঙ্গের শিল্পকে তুলে ধরেছিলেন মমতা। জোড়াসাঁকো থেকে রেড রোড পর্যন মিছিল করেন মমতা। বিকেলে মিছিল শেষ হতেই তীব্র নিশানা করে টুইট করেন বিজেপি নেতা অমিত মালব্য, টুইটে তিনি লিখেছেন, 'দুর্নীতি ও কেলেঙ্কারি থেকে নজর ঘোরানোর মরিয়া চেষ্টা রাজ্য সরকারের। কেন্দ্রীয় সরকারের সংস্থা সঙ্গীত নাটক অ্যাকাডেমি প্রচেষ্টায় স্বীকৃতি। দুর্গাপুজোকে ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি কেন্দ্রীয় সরকারের সংস্থার প্রচেষ্টা, বাঙালিরা বুদ্ধিমান, তাঁরা সব বোঝেন।',
শুভেন্দুর নিশানা
অমিত মালব্যর টুইটকে রিটুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। গতকাল থেকেই এই িনয়ে সরব হয়েছেন বিজেপি নেতারা। সকালে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ তীব্র নিশানা করেছেন মমতাকে। তিনি অভিযোগ করেছেন, মানুষকে উৎসবে ভুলিয়ে রাখতে চাইছেন মুখ্যমন্ত্রী। সরকারি টাকা নয়ছয় করে উৎসব করছেন। আর চাকরি চাইতে গেলে চাকরি দিচ্ছেন না। প্রসঙ্গত উল্লেখ্য আজ রেডরোডের মঞ্চ থেকে পুজো শুরু বলে ঘোষণা করেছেন মমতা। আনুষ্ঠানিক ভাবে ১ অক্টোবর থেকে দুর্গাপুজো।
মমতাকে মিশানা সেলিমের
বামেরাও মমতার বিরুদ্ধে এই নিয়ে সরব হয়েছেন। মহম্মদ সেলিম সাংবাদিক বৈঠক করে অভিযোগ করেছেন, সরকারি টাকা নয়ছয় করে এসব করছেন মুখ্যমন্ত্রী। চাকরি হচ্ছে না, কোটি কোটি টাকার দুর্নীতি তার মধ্যে এই ধরনের উৎসব কিছুতেই মেেন েনওয়া যায়না। প্রসঙ্গত উল্লেখ্য মমতা যখন পুজোর শোভাযাত্রায় মশগুল ঠিক সেই সময় বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন টেট চাকরি প্রার্থীরা। গতকাল বর্ধমানে বামেদের বিক্ষোভে চরম আকার িনয়েছিল। সেই ঘটনায় ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
মমতাকে আরএসএসের সঙ্গে তুলনা
মহম্মদ সেলিম এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে আরএসএসের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, 'আরএসএস এত খারাপ ছিল না। এত খারাপ বলে আমি বিশ্বাস করি না।' সেলিম বলেছেন, 'আরএসএস তাঁকে দুর্গা বলে দিয়েছিল। আর তিনি আরএসএসের দুর্গা রোল প্লে করছেন। সংকীর্ণ রাজনীতির স্বার্থে, দুর্গা ঠাকুরের জন্য নয়' একের পর এক আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদ্ধ করেছেন মহম্মদ সেলিম।