Weather Update: উত্তরবঙ্গে প্লাবনের আশঙ্কা! দক্ষিণে আর্দ্রতাজনিত অস্বস্তি কতদিন, একনজরে আবহাওয়ার পূর্বাভাস

এদিনও সকাল থেকে উত্তরবঙ্গের (North Bengal) কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির (Rain) পূর্বাভাস দেওয়া হয়েছে। যার জেরে নিচু এলাকাগুলিতে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। দক্ষিণবঙ্গে (South Bengal) ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এই পরিস্থিতিতে তাপমাত্রা বৃদ্ধি এবং আর্দ্রতাজনিত কারণে অস্বস্তির মুখে দক্ষিণবঙ্গবাসী। মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। যা পশ্চিমে ফিরোজপুর, কুরুক্ষেত্র, বরেলি, বরাইচ, সুপুল হয়ে পূর্ব দিকে পশ্চিমবঙ্গ, অসম হয়ে বাংলাদেশের মধ্যে দিয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে অন্ধ্রপ্রদেশের উপকূলে একটি ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখা বর্তমান রয়েছে।

উত্তরবঙ্গে কমলা সতর্কতা

এদিন সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২ অগাস্ট শুক্রবার সকালের মধ্যে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩ সেপ্টেম্বর শনিবার সকালের মধ্যে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার সারাটা দিনও একই পরিস্থিতি থাকার সম্ভাবনা। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গে আপাতত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আপাতত তাপমাত্রার পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

কেমন থাকতে চলেছে কলকাতার আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৯ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৪.৬ (২৭.২)
বহরমপুর ২৬.৪ (২৭.৪)
বাঁকুড়া ২২.৬ (২৬.৩)
বর্ধমান ২৪.৪ (২৫)
কোচবিহার ২৬.১ (২৫.৭)
দার্জিলিং ১৬.৮ (১৬.৮)
দিঘা ২৮.২ (২৮.৪)
কলকাতা ২৮.৫ (২৮.২)
দমদম ২৮.১ (২৭.৭)
কৃষ্ণনগর ২৭.৮ (২৮.২)
মালদহ ২৬.২ (২৫.৭)
মেদিনীপুর ২৭.৫ (২৭.৬)
শিলিগুড়ি ২৬.৫ (২৭)
শ্রীনিকেতন ২৪.৮ (২৬.৮)

মূলায়ম-অখিলেশের পর যোগীকেও ধাক্কা! এলাহাবাদ হাইকোর্ট বাতিল করল বিজেপি সরকারের 'সংরক্ষণ' বিজ্ঞপ্তিমূলায়ম-অখিলেশের পর যোগীকেও ধাক্কা! এলাহাবাদ হাইকোর্ট বাতিল করল বিজেপি সরকারের 'সংরক্ষণ' বিজ্ঞপ্তি

More WEATHER News  

Read more about:
English summary
Weather office has given orange warning for several North Bengal Dists due to very heavy rain, south will face discomfort
Story first published: Thursday, September 1, 2022, 12:18 [IST]