আজ থেকে পুজো শুরু, ইউনেস্কোর প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়ে ঘোষণা মমতার

দুর্গাপুজো আজ থেকে ইউনেস্কো হেরিটেজ। রেডরোডে বঙ্গ শিল্পে ছোট্ট ঝলক দিয়ে ইউনেস্কোর প্রতিনিধিদের ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের দুর্গাপুজো দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন মমতা। সেই সঙ্গে আজ থেকেই পুজো শুরু বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আনুষ্ঠানিক ভাবে যদিও ১ অক্টোবর থেকে কিন্তু হেরিেটজ তকমার দৌলতে এবার এক মাস আগেই পুজো শুরুর ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী।

বিস্তারিত আসছে....

More MAMATA BANERJEE News  

Read more about:
English summary
Mamata Banrjee Banrjee invite UNESCO members in Durga Puja