অস্ট্রেলিয়ার টি ২০ বিশ্বকাপের দলে মুম্বই ইন্ডিয়ান্সে খেলা সিঙ্গাপুরের ব্যাটার! ভারত সফরে নেই ডেভিড ওয়ার্নার

অস্ট্রেলিয়া এবার নিজেদের দেশে টি ২০ বিশ্বকাপ খেলতে নামবে খেতাব দখলে রাখার লক্ষ্য নিয়ে। আজ ভারত সফর ও টি ২০ বিশ্বকাপের দল ঘোষণা করা হয়েছে। ভারত সফরে আসছেন না ডেভিড ওয়ার্নার। তবে তিনি টি ২০ বিশ্বকাপে খেলবেন। অস্ট্রেলিয়ার যে দল গত বছর সংযুক্ত আরব আমিরশাহীতে টি ২০ বিশ্বকাপ জিতেছিল তাতে একটিই পরিবর্তন হয়েছে। দলে রাখা হয়েছে সিঙ্গাপুরের মিডল অর্ডার ব্যাটার টিম ডেভিডকে।

অস্ট্রেলিয়া দলে টিম ডেভিড

টিম ডেভিড ২০২০ সালে শেষ টি ২০ আন্তর্জাতিক খেলেছেন সিঙ্গাপুরের হয়ে। বিশ্বের বিভিন্ন দেশে টি ২০ লিগে খেলে বিস্ফোরক ব্যাটিংয়ের সুবাদে তাঁর খ্যাতি বেড়েছে। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও পরে মুম্বই ইন্ডিয়ান্সে সুযোগ পান। বিগ ব্যাশ লিগেও খেলেছেন। অস্ট্রেলিয়ার ক্রিকেটে যে ন্যাশনাল ও স্টেট কনট্রাক্ট সিস্টেম রয়েছে তার বাইরে থেকেই অস্ট্রেলিয়ার টি ২০ দলে ঢুকে পড়লেন টিম ডেভিড। সিঙ্গাপুরের হয়ে ১৪টি টি ২০ আন্তর্জাতিক খেলা টিম ডেভিড এখন হোবার্ট হারিকেন্সের হয়ে খেলছেন। এর আগে পারথ স্কর্চার্সের হয়েও খেলেছেন বিগ ব্যাশে। মারকুটে ব্যাটিংয়ের সহজাত দক্ষতাসম্পন্ন ডেভিড অস্ট্রেলিয়া দলের ব্যাটিং গভীরতা বাড়াবেন বলে আশাবাদী জাতীয় নির্বাচক জর্জ বেইলি।

বাড়ল ব্যাটিং গভীরতা

শ্রীলঙ্কা সফরেই টিম ডেভিডকে অস্ট্রেলিয়া দলে রাখার কথা ভাবা হয়েছিল। পরে নির্বাচকরা স্থির করেন যে, শ্রীলঙ্কায় গিয়ে সুযোগ না পেয়ে বসে থাকার চেয়ে তিনি পাকিস্তান সুপার লিগে খেলুন। মুলতান সুলতান্সের হয়ে টিম ডেভিড ২৭৮ রান করেন, গড় ৩৯.৭১, স্ট্রাইক রেট ১৯৪.৪০। ইতিমধ্যেই টি ২০ ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ফিনিশার বলে মনে করা হয় ডেভিডকে। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলে রয়েছেন এই ক্রিকেটার। টি ২০ ক্রিকেটে ডেভিডের ব্যাটিং গড় ৩২.৪৮, স্ট্রাইক রেট ১৬৪.১২। ২০২০ সাল থেকে ধরলে যে ব্যাটাররা পাঁচ বা তার নীচে নেমে অন্তত ২০টি ম্যাচ খেলেছেন, এমন ক্রিকেটারদের তালিকায় ডেভিডের স্ট্রাইক রেটই সর্বাধিক, ১৬৪.৫৬। এই তালিকার দুইয়ে রয়েছেন টিম ডেভিডের মুম্বই ইন্ডিয়ান্সের সতীর্থ কায়রন পোলার্ড। ডেভিড ল্যাঙ্কাশায়ারের হয়ে টি ২০ ব্লাস্টেও দারুণ ছন্দে ছিলেন, তবে সাদার্ন ব্রেভের হয়ে দ্য হান্ড্রেডে সেভাবে সফল হননি। ডেভিডকে পেয়ে আত্মবিশ্বাসী অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তবে প্রথম একাদশে কার জায়গায় ব্যাটার হিসেবে ডেভিড দলে থাকবেন সেটাই বড় প্রশ্ন। এ ক্ষেত্রে চাপ থাকবে স্টিভ স্মিথের উপরই।

আগের দলে একটিই পরিবর্তন

অস্ট্রেলিয়ার যে দলটি টি ২০ বিশ্বকাপ খেতাব জিতেছিল সেই দলে ডেভিডকে নেওয়াই একমাত্র পরিবর্তন। তিনি দলে এসেছেন লেগস্পিনার মিচেল সোয়েপসনের জায়গায়। যেহেতু অস্ট্রেলিয়ার কন্ডিশনে তৃতীয় বিশেষজ্ঞ স্পিনারের দরকার হবে না সে কারণেই সোয়েপসনকে বাইরে রেখে ডেভিডকে সুযোগ দেওয়া। টি ২০ ব্লাস্টে দারুণ ছন্দে থাকা নাথান এলিস প্রথম একাদশে সুযোগের নিরিখে রিজার্ভ পেসার হিসেবে চাপে রাখতে পারেন কেন রিচার্ডসনকে। মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও প্যাট কামিন্স প্রথম একাদশে থাকবেন এটা বলার অপেক্ষা রাখে না। ম্যাথু ওয়েডের সঙ্গেই উইকেটকিপার-ব্যাটার হিসেবে জায়গা ধরে রেখেছেন জশ ইঙ্গলিস।

ভারত সফরে নেই ওয়ার্নার

টি ২০ বিশ্বকাপের দলই ভারত সফরে আসছে চলতি মাসের তিনটি টি ২০ আন্তর্জাতিক খেলতে। তবে ভারতে আসছেন না ডেভিড ওয়ার্নার। তাঁর পরিবর্ত হিসেবে ক্যামেরন গ্রিনকে ভারত সফরের দলে রাখা হয়েছে। অস্ট্রেলিয়ার টি ২০ দলে টিম ডেভিডের অভিষেক হতে পারে ভারতের মাটিতেই। চলতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে ভারতে তিনটি টি ২০ খেলবে অস্ট্রেলিয়া। টি ২০ বিশ্বকাপ শুরুর আগে অক্টোবরে নিজেদের দেশে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২টি ও ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ম্যাচ খেলবে অ্যারন ফিঞ্চের দল। ২২ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে প্রস্তুতি ম্যাচ।

অস্ট্রেলিয়ার টি ২০ বিশ্বকাপ দল- অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), টিম ডেভিড, জশ ইঙ্গলিস (উইকেটকিপার), অ্যাস্টন অ্যাগার, মিচেল স্টার্স, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড, কেন রিচার্ডসন। (ভারত সফরে ওয়ার্নারের পরিবর্তে আসবেন ক্যামেরন গ্রিন)।

More AUSTRALIA News  

Read more about:
English summary
Tim David Has Been Included In Australia's Squad For Their T20 World Cup Title Defence. David Warner Will Miss India Tour.
Story first published: Thursday, September 1, 2022, 10:25 [IST]