হংকং-এর বিরুদ্ধে ইনিংস বিরাটের আত্মবিশ্বাস বাড়াবে:
সেরা ফর্মে পৌঁছনোর বিষয়ে এশিয়া কাপে ভাল শুরু করাটা বিরাট কোহলিকে আত্মবিশ্বাস জোগাবে মনে করেন গৌতম গম্ভীর। বাঁ-হাতি প্রাক্তন তারকা জানিয়েছেন, প্রতিপক্ষের বোলিং আক্রমণ যেমনই হোক রান হল রান-ই। ক্রিজে অনেক সময় কাটানোটাও বিরাটকে আত্মবিশ্বাস দেবে। গম্ভীর বলেছেন, "আমি মনে করি বিরাটে ফর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণা ও যতটা তাড়াতাড়ি রান তুলতে চেয়েছিল ততটা তাড়াতাড়ি তুলতে না পারলেও উইকেটে সময় কাটানোটা জরুরি ছিল ওর জন্য। একটা অর্ধ-শতরান অর্ধ-শতরানই হয়। প্রতিপক্ষ যেই হোক ম্যাচের মধ্যে রান পাওয়াটা আত্মবিশ্বাস দেয়। আমি মনে করি এখান থেকে ওর আত্মবিশ্বাস আরও বাড়বে এবং ওর থেকে আরও ভাল পারফরম্যান্স দেখতে পাব আমরা।"
রোহিত-রাহুল যেখানে ব্যর্থ হয়েছেন সেখানে রান পেয়েছেন বিরাট:
রান পেতে হলে মাঠের মধ্যে পরিশ্রম করতে হবে। গৌতম গম্ভীর বলেছেন, "প্রতিপক্ষ যাই হোক রান তো রান-ই হয়। রোহিত শর্মাও সুযোগ পেয়েছিলেন, কে এল রাহুলও সুযোগ পেয়েছিলেন কিন্তু এটা কোহলি যে রান পায়। উইকেটের মধ্যে যে পরিশ্রমটা ও করেছে তার ফলই পেয়েছে।"
এশিয়া কাপে দুই ম্যাচেই ভাল পারফর্ম করেছেন বিরাট:
পাকিস্তানের বিরুদ্ধে অল্পের জন্য অর্ধ-শতরান হাতছাড়া করেছিলেন বিরাট কোহলি। ভাল শুরু করেও ৩৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। হংকং-এর বিরুদ্ধে অপরাজিত ৫৯ রান করেন তিনি। বিরাটের দুর্ধর্ষ ইনিংস এবং সূর্যকুমারের দুর্দান্ত ইনিংস ভারতকে সুপার ফোরে তুলে দেয় সহজেই। হংকং-কে ৪০ রানে পরাজিত করে ভারত।
সূর্যকুমার যাদব দুর্দান্ত পারফরম্যান্স করেন:
পাকিস্তানের বিরুদ্ধে ১৮ বলে ১৮ রান করে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরা সূর্যকুমার যাদব ব্যাট হাতে ঝড় তোলেন হংকং-এর বিরুদ্ধে। ২৮ বলে ৬২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ৬টি ছয় এবং সমসংখ্যক চার দিয়ে সাজানো ছিলেন যাদবের ইনিংস।