ঝাড়খণ্ডে খুনের হার বেশি, দিল্লিতে অপহরণ
এনসিআরবির রিপোর্ট বিশ্লেষণে দেখা গিয়েছে ঝাড়খণ্ডে খুনের হার সব থেকে বেশি আর দিল্লিতে সব থেকে বেশি অপহরণের মামলা দায়ের করা হয়েছে। ২০২১-এ ঝাড়খণ্ডে প্রতি একলক্ষ জনসংখ্যায় হত্যার সংখ্যা সব থেকে বেশি। ২০২১-এ সারা দেশে ৩০১৩২ টি হত্যার ঘটনা ঘটেছে। এক্ষেত্রে ২৯২৭২ টি মামলা দায়ের করা হয়েছে। ২০২০-র তুলনা. মামলার সংখ্যা ০.৩ শতাংশ বেড়েছে।
খুনের সংখ্যার নিরিখে শীর্ষে থাকা পাঁচটি রাজ্য
খুনের সংখ্যার নিরিখে শীর্ষের থাকা ৫ টি রাজ্যের মধ্যে রয়েছে উত্তর প্রদেশ ( খুন ৩৮২৫, মামলা ৩৭১৭), বিহার ( খুন ২৮২৬, মামলা ২৭৯৯), মহারাষ্ট্র ( খুন ২৩৮১, মামলা ২৩৩০), মধ্যপ্রদেশ ( খুন ২০৭৫, মামলা ২০৩৪), পশ্চিমবঙ্গ ( খুন ১৯১৯, মামলা ১৮৮৪)। অপহরণের ঘটনা এবং তার রিপোর্টের মধ্যেও শীর্ষে রয়েছে উত্তর প্রদেশ।
ধর্ষণের তালিকার শীর্ষে রয়েছে রাজস্থান
২০২১ সালে সারা দেশে ধর্ষণের ৩১৬৭৭ টি মামলা নথিভুক্ত করা হয়েছে। যার গড় করলে প্রতিদিন ৮৬ জন ধর্ষিত হয়েছেন। রাজ্যগুলির মধ্যে রাজস্থান শীর্ষে (৬৩৩৭)রয়েছে। তারপরে রয়েছে মধ্যপ্রদেশ (২৯৪৭), মহারাষ্ট্র (২৪৯৬), উত্তর প্রদেশ (২৮৪৫) এবং দিল্লি (১২৫০)। ২০২০ সালে সারা দেশে ধর্ষণের মামলা ছিল ২৮০৪৬ টি।
মহিলাদের বিরুদ্ধে অপরাধ
২০২১ সালে সারা দেশে মহিলাদের বিরুদ্ধে মোট ৪, ২৮, ২৭৮ টি অপরাধের মামলা হয়েছে। প্রতিলক্ষ জনসংখ্যায় এই হার ৬৪.৫। ২০২০ সালে এই অপরাধের সংখ্যা ছিল ৩,৭১, ৫০৩ টি। মহিলাদের বিরুদ্ধে অপরাধের মধ্যে রয়েছে ধর্ষণ, হত্যা, যৌতুক, অ্যাসিড হামলা, আত্মহত্যার প্ররোচনা দেওয়া, অপহরণ, বলপূর্বক বিয়ে, মানব পাচারের মতা ঘটনা।