কর্নাটকে ধর্ষণে অভিযুক্ত লিঙ্গায়েত সন্ত শিবমূর্তি মামলায় ক্ষোভে ফেটে পড়লেন খোদ বিজেপি নেতা

কর্নাটকের লিঙ্গায়েত সন্তু শিবমূর্তি মুরুগা সারানারুকে নিয়ে সে রাজ্যের বিজেপি সরকার যেভাবে এগোচ্ছে তার বিরোধিতায় মুখ খুলেছেন খোদ বিজেপি নেতা তথা এমএলসি এইচ বিশ্বনাথ। পকসো ধারায় ধর্ষণের অভিযোগ উঠেছে লিঙ্গায়েত সন্ত শিবমূর্তির বিরুদ্ধে। আর সেজন্যই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জ্ঞানেন্দ্রর যদি লজ্জা অবশিষ্ট থাকে তাহলে এই বিষয়ে অবিলম্বে কড়া পদক্ষেপ করা উচিত। এমনভাবেই আক্রমণ শানিয়েছেন বিশ্বনাথ।

দুটি মেয়ে একটি এনজিওর কাছে এই বিষয়ে সাহায্য চাইলে মাইসোরের সেই স্বেচ্ছাসেবি সংস্থা এগিয়ে আসে এবং অভিযোগ দায়ের হয়। গত শনিবার মাইসোরে পকসো সহ ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের করা হয়।

সব মিলিয়ে মোট পাঁচজনের বিরুদ্ধে এফআইআরে অভিযোগ আনা হয়েছে। পরে সেই মামলা চিত্রদূর্গতে ট্রান্সফার হয়ে গিয়েছে। সেখানে আবার শিবমূর্তি নামের ওই সন্ত মুরুগা মঠের প্রধান।

ইতিমধ্যে আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছে দুই নির্যাতিতা মেয়ে। অন্যদিকে এদিন বিজেপি নেতা বিশ্বনাথ চিত্রদুর্গ জেলা প্রশাসন এবং পুলিশ সুপারের অবিলম্বে সাসপেনশনের দাবি জানিয়েছেন। কারণ তারা শিবমূর্তির বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করেননি। এই বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকেও চিঠি লিখবেন বলে জানিয়েছেন বিশ্বনাথ।

বিজেপি নেতা বিশ্বনাথের আক্ষেপ, এমন একটি জঘন্য বিষয়ে কোনও রাজনৈতিক নেতা, বিরোধী দল, বুদ্ধিজীবী, সমাজকর্মী অথবা মনোবিদ মুখ খোলেননি। ভোট হারানোর ভয়ে সকলে চুপ করে রয়েছেন। অথচ কেউ ওই দুটি নাবালিকা মেয়েদেরকে নিয়ে একবারও ভাবেননি। তাদের বিচার পাইয়ে দেওয়ার কথা তাদের মনে আসেনি। ভোট বাক্সে প্রভাব পড়বে এটা ভেবে সকলে ধর্ষণে অভিযুক্তকে কিছু না বলে চুপ করে থেকে একপ্রকার সমর্থন করছেন বলে বিজেপি নেতা বিশ্বনাথ অভিযোগ করেছেন।

বিজেপি নেতা বিশ্বনাথের আরও দাবি, অভিযুক্ত সন্ত শিবমূর্তির অবিলম্বে মঠের প্রধানের দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত।

More KARNATAKA News  

Read more about:
English summary
BJP MLC H Vishwanath slams Bommai govt on handling of case of rape accused Lingayat seer Shivamurthy Murugha Sharanaru
Story first published: Wednesday, August 31, 2022, 0:10 [IST]