সুপার টাইফুন হিন্নামনোর দাপট! ভারতের প্রতিবেশী দেশে ২০২২-এর সব থেকে শক্তিশালী ঝড়ের বেগ ঘন্টায় ২৫৭ কিমি

পাকিস্তানে প্রাকৃতিক দুর্যোগ। ভারতের সাহায্যের অপেক্ষায়। তবে তার থেকেই বড় কিছু হচ্ছে প্রতিবেশী চিনের (China) পূর্ব উপকূলে। সেখানে ২০২২-এর সব থেকে শক্তিশালী ঝড় (Storm) আঘাত হেনেছে। তবে শুধু চিনেই নয়, এই সুপার সাইক্লোন (Super Cyclone ) জাপানের (Japan) দক্ষিণের দ্বীপপুঞ্জগুলিতেও ঝুঁকি তৈরি করেছে।

ঘন্টায় ২৫৭ কিমি বেগে বইছে ঝড়

সুপার টাইফুন হিন্নামনোর এই মুহূর্তে বইছে ঘন্টায় ২৫৭ কিমি (১৬০ মাইল) বেগে। যার দমকা হাওয়ার বেগ প্রতিঘন্টায় ১৯৫ মাইল। আমেরিকার জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার থেকে এমনটাই জানানো হয়েছে। আর উপকূলে ঢেউ উঠছে সর্বাধিক ৫০ ফুট অর্থাৎ ১৫ মিটার।

এখনও পর্যন্ত ২০২২-এর সব থেকে শক্তিশালী

হিন্নামনোর এখনও পর্যন্ত ২০২২-এর সব থেকে শক্তিশালী ঝড়। জাপানের আবহাওয়া সংস্থার তরফে এমনটাই জানানো হয়েছে।
অন্যদিকে হংকং-এর অবজারেভেটরি জানিয়েছে এদিন স্থানীয় সময় সকাল ১০ টায় টাইফুনটি জাপানের ওকিনাওয়া থেকে প্রায় ২৩০ কিমি পূর্বে অবস্থান করছিল। সেই সময় তা পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে রিউকিউ দ্বীপের দিকে প্রতিঘন্টায় ২২ কিমি বেগে অগ্রসর হচ্ছিল।

শক্তি হ্রাস পাবে

আমেরিকা ভিত্তিক জেটিডব্লুসি পূর্বাভাসে জানিয়েছে, সুপার সাইক্লোনটি আগামী কয়েক দিনে শক্তি হারাবে।
অন্যদিকে আটলান্টিকে এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা শান্ত। সেখানে আফ্রিকা ও ক্যারিবিয়ানের মধ্যে কিছুটা সময় শান্ত থাকে। যা হ্যারিকে অ্যালি নামে পরিচিত। অগাস্টে সব থেকে শান্ত থাকলেও তারপর থেকে হ্যারিকেন মরসুমের সূচনা হয়। যা গত ২৫ বছর ধরে চলে আসছে।

৭০ বছরে ২ বার 'শান্ত' অগাস্ট

অন্যদিকে আবহাওয়াবিদরা বলছেন, গত সাত দশকে এই এলাকায় মরসুমি ঝড় হয়নি কেবল মাত্র দুটি বছরের অগাস্টে। একটি হল ১৯৬১ এবং অপরটি হল ১৯৯৭।

পশ্চিম সীমান্তে লাফিয়ে বাড়ছে অন্য এক অনুপ্রবেশ! প্রযুক্তিই ভরসা বিএসএফ-এরপশ্চিম সীমান্তে লাফিয়ে বাড়ছে অন্য এক অনুপ্রবেশ! প্রযুক্তিই ভরসা বিএসএফ-এর

More STORM News  

Read more about:
English summary
Storm is blowing at a speed of 257 km per hour due to Super Cyclone Hinnamnor strongest in 2022