ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে সীমান্তের এ পারে যেমন উত্তেজনা ছিল, তেমনই উত্তেজনা ছিল সীমান্তের অন্য পারে। দুবাইয়ে আয়োজিত ভারত-পাকিস্তান ম্যাচের দিকে ুই দেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমী মানুষদের পাশাপাশি নজর ছিল প্রাক্তন ক্রিকেটারদেরও। ভারত এবং পাকিস্তান উভয় দেশের দিকপালরাই এই ম্যাচের দিকে নজর রেখেছিলেন এবং বিশেষজ্ঞ হিসেবেও বিভিন্ন মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন।
এমনই একটি সাক্ষাৎকার দেওয়ার সময়ে চটতে দেখা গেল পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার। ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'কে বিখ্যাত 'বাপ বাপ হোতা হ্যায়'- প্রসঙ্গে জিজ্ঞাসা করেন এক জন সাংবাদিক। এই প্রসঙ্গ উঠে আসার পরেই শোয়েব আখতারকে দেখা যায় চটে যেতে। ২০১০ সালে ভারত বনাম পাকিস্তান ম্যাচে শোয়েব আখতারে বলে সচিন তেন্ডুলকর ছয় মারার পর বীরেন্দ্র শেহওয়াগ এমন মন্তব্য করেছিলেন। এই প্রসঙ্গেই সাংবাদিক জিজ্ঞাসা করেন, এমন কোন কিছু ঘটেছিল কি না।
এই প্রশ্ন একেবারেই ভাল ভাবে নেননি শোয়েব। তিনি সরাসরি সাংবাদিককে জানান, ক্রিকেটের উপর ফোকাস করতে কোনও এ দিক-ও দিকের মন্তব্যের উপর নয়। পাশাপাশি তিনি এ-ও জানান বীরু এই ধরনের মন্তব্য করলে তিনি তাঁকে ছেড়ে কথা বলতেন না। শোয়েবের কথায়, "প্রথম কথা হল যদি ও এই কথাটা আমার মুখের উপর বলত তা হলে ও বাঁচতে পারত না। আমি জানি না কখন কোথায় কী ভাবে ও এটা বলেছিল। আমি নিজেই ওকে একবার জিজ্ঞাসা করেছিলাম এই রকম কোনও মন্তব্য ও করেছিল কি না, জানানর জন্য। ও সরাসরি বলেছিল না। দ্বিতীয় কথা হল, আপনি যে অনুষ্ঠান করছেন সেটাও উপর ফোকাস রাখুন অন্যান্য বিষয়ে না গিয়ে। আমি প্রত্যেকের সম্মান করি, আপনাদের সম্মান করি, ভারতে অনেক বড় ফ্যান ফলোয়িং রয়েছে। আমি সব সময় চেষ্টা করি এমন কোনও কথা না বলার যেটায় দুই দেশের মধ্যে ব্যবধান তৈর হয়। ক্রিকেটে ফিরে আসুন, ক্রিকেটের কথা বলুন। যে ভাবে এই অনুষ্ঠান হয় একই বিষয় বারবার রিপিট করা হয়। এটা আমি পছন্দ করি না।"
এশিয়া কাপ ২০২২-এ ভারতীয় দল পরাজিত করেছে পাকিস্তানকে। ব্যাট হাতে হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাডেজার দুর্দান্ত পারফরম্যান্স ভারতকে জয় এনে দেয়। ভারতের হয়ে এই ম্যাচে বল হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স করেন ভুবনেশ্বর কুমার।