দিল্লি বিধানসভায় নজিরবিহীন কাণ্ড, লেফটেন্যান্ট গভর্নরের পদত্যাগের দাবিতে রাতভর বিক্ষোভ আপ বিধায়কদের

তুঙ্গে বিজেপির সঙ্গে বিরোধ। দিল্লি বিধানসভায় নজির বিহীন ঘটনা ঘটিয়েছেন আপ বিধায়করা। লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার পদত্যাগের দাবিতে রাতভর বিধানসভার ভেতরে বিক্ষোভ দেখিয়েছেন আম আদমি পার্টির বিধায়করা। এদিকে আজ দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার লকার খতিয়ে দেখবেন সিবিআই আধিকারীকরা। সেকারণে মণীশ সিেসাদিয়া এবং তাঁর স্ত্রীকে সকাল ১১টা নাগাদ তাঁদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শাখায় যেতে বলা হয়েছে। সিবিআইয়ের সঙ্গে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন মণীশ সিসোদিয়া।

দিল্লি বিধানসভায় রাত ভর বিক্ষোভ

গতকাল আস্থা ভোটের পর থেকে তুমুল বিক্ষোভ দিল্লি বিধানসভায়। গতকয়েক দিন ধরেই কেজরিওয়াল সরকারের সঙ্গে বিজেপির তুমুল বিরোধ চলছে। বিজেপি এবং দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার সঙ্গে মত বিরোধ চরমে পৌঁছেছে আম আদমি পার্টির। ভিকে সাক্সেনা উদ্দেশ্য প্রণোদিত ভাবে আপ সরকারকে হেনস্থা করছে বলে অভিযোগ উঠেছে। লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার পদত্যাগের দাবিতে গতকাল রাত ভর বিক্ষোভ করেন আপ বিধায়করা। তাঁরা বিধানসভার ভেতরে মাটিতে বসে রাত ভর স্লোগান দিয়েছেন। গতকাল নজিরবিহীন ঘটনার সাক্ষী থেকেছে দিল্লি।

সিবিআই তদন্তের দাবি

রাত ভর লেফটেন্যান্ট গভর্নরের পদত্যাগের দািবতে বিক্ষোভ দেখানোর পর এবার তাঁর বিরুদ্ধ সিবিআই তদন্তের দাবি জানিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন আপ বিধায়করা। আপ বিধায়কদের একটি প্রতিিনধি দল সিবিআই দফতরে যাচ্ছে বলে সূত্রের খবর। সেখানে তাঁরা লেফটেন্যান্ট গভর্নরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করবে। তাঁরা লেফটেন্যান্ট গভর্নরের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার বিরুদ্ধে কয়েক কোটি টাকা খাদি দুর্ণীতির অভিযোগ করেছেন আপ বিধায়ক দুর্গেশ পাঠক। অভিযোগ বিজেপি শাসিত সরকারের সুবাদে েনাট বাতিলের সময় কয়েক কোটি টাকার খাদি পন্য উৎপাদনে দুর্ণীতি করেছেন তিনি।

ল্যাফটেন্যান্ট গভর্নরের বিরুদ্ধে দুর্ণীতির অভিযোগ

আপ বিধায়কদের অভিযোগ নোট বাতিলের সময় কয়েক কাটি টাকার আর্থিক দুর্ণীতি করেছেন আপ বিধায়ক দুর্গেশ পাঠক। তিনি অভিযোগ করেছেন, ২০১৬ সালে কেন্দ্রে তখন বিজেপি সরকার ছিল। মোদী সরকার সেসময় নোট বাতিলের কথা ঘোষণা করে। সেসময় খাদি এবং ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশনের চেয়ারম্যান ছিলেন ভিকে সাক্সেনা। সেসময় তাঁর বিরুদ্ধেৌ ১৪০০ কোটি টাকার দুর্ণীতির অভিযোগ ছিল। তঁার বিরুদ্ধ এই দুর্ণীতির তদন্ত হবে না কেন এই িনয়ে প্রশ্ন তুলেছেন আপ বিধায়করা। সেকারণে তাঁরা সিবিআই দফতরে গিয়ে ভিকে সাক্সেনার বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে।

দিল্লি সরকার ফেলার চক্রান্ত

মহারাষ্ট্রের পর বিজেপির নজরে পড়েছে ঝাড়খণ্ড এবং দিল্লির উপর। দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে পর পর সিবিআই হানার ঘটনার পরেই বিস্ফোরত তথ্য সামনে এসেছে। বিজেপির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া অভিযোগ করেছেন বিজেপিতে যোগ দেওয়ার জন্য তাঁকে ৪০ কোটি টাকা দেওয়ার কথা বলা হয়েছিল। এমনকী আপ সরকারকে ভাঙতে পারলে তাঁকে মুখ্যমন্ত্রী করার েটাপ দিয়েছিল বিজেপি। তারপরেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

More AAP News  

Read more about:
English summary
AAP MLAs protest overnight at Delhi Assembly