অযোধ্যার সাধকদের আশীর্বাদ নিয়ে নির্বাচিত হল ভারতের মহিলা বিশ্ব রেসলিং চ্যাম্পিয়নশিপের দল

বিশ্ব রেসলিং চ্যাম্পিয়নশিপে কে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন তা বাছাই করার জন্য যোগ্যতা অর্জনকারী পর্ব সবে ৫৪ সেকেন্ড হয়েছে শুরু হয়েছে কিন্তু তারই মধ্যেই সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিতে হয় খেলা। কোনও চোট বা টেকনিক্যাল সমস্যার কারণে নয়, খেলা বন্ধ করতে হয়। রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়া যারা মহিলাদের এই ট্রায়াল লখনউয়ের সাইতে আয়োজিত করেছিল, এই ইভেন্টে তারা ম্যাচ শুরুর আগে এক দল সাধককে ডাকতে ভুলে গিয়েছিলেন যারা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং তাঁদের আশীর্বাদ ছাড়াই দুই খেলোয়াড় রেসলিং শুরু করে দেওয়ায় মাঝ পথে তা বন্ধ করে দেওয়া হয়। এই কারণে বিশ্ব চ্যাম্পিয়নশিপে অতীতে পদক জেতা পূজা ধাণ্ডা এবং তাঁর প্রতিপক্ষ মানসীকে থমকে যেতে হয়।

বিজেপির সাংসদ ব্রীজভূষণ সিং, যিনি আবার রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার সভাপতি রেফারিকে নির্দেশ দেন ম্যাচ স্থগিত করার জন্য যাতে সাধকরা দুই জনকে আশীর্বাদ করতে পারেন এবং তাঁদের সঙ্গে যাতে ছবি নেওয়া হয় সেই উদ্দেশ্যে। রেসলিং ম্যাটের পাশেই একটি সোফায় মাইক্রোফোন হাতে বসে ছিলেন সিং। তিনি নির্দেশ দিচ্ছেলেন এবং এই পুরো প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করছিলেন। অযোধ্যার হনুমান গারহি থেকে আসা সাধকদের তিনি বলছিলেন, "বেশি সময় নেবেন না। বাউট শুরু হয়ে গিয়েছে এবং রেসলাররা ওয়ার্ম-আপ করে নিয়েছে। তাই আশীর্বাদ দিন আর তাড়াতাড়ি চলে আসুন।"

Before the Vinesh Phogat-Antim Panghal final, the wrestlers had the seers “bless” them and take pictures with them. pic.twitter.com/gUmoPHR61k

— Express Sports (@IExpressSports) August 29, 2022

আশীর্বাদ দেওয়া এবং ছবি তোলার প্রক্রিয়া সমপন্ন হওয়া নিয়ে প্রায় আধা ঘণ্টার কাছাকাছি বন্ধ ছিল ম্যাট। দীর্ঘ সময় বন্ধ থাকার পর দুই রেসলার ফের ম্যাটে আসেন এবং শুরু হয় ম্যাচ। এই ম্যাচে ফেভারিট পূজাকে ২-০ ব্যবধানে পরাজিত করেন মানসী। যার ফলে আগামী মাসে বেলগ্রাডে হতে চলা বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলে থাকবেন মানসী। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে পোডিয়ামে শেষ করা সাক্ষী মালিক এই ট্রায়ালে অংশ নেননি কারণ দুই টুর্নামেন্টের মধ্যে টার্নওভার টাইম অত্যন্ত কম।

More INDIA News  

Read more about:
English summary
With blessing from Ayodhya seers the team for women's World Wrestling Championship picked.
Story first published: Tuesday, August 30, 2022, 11:26 [IST]