অভিষেকের শ্যালিকাকে তলব
কয়লাপাচার কাণ্ডে জোড়া তলব। একই দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর তলব করা হল তাঁর শ্যালিকা মেনকা গম্ভীরকে। এর আগেও মেনকাকে জেরা করেছে সিবিআই। কয়লা পাচার কাণ্ডে একাধিক লেনদেনের যোগ কয়েছে মেনকার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সেই তথ্যের সূত্রেই অভিষেকের শ্যালিকা মেনকাকে জেরা করার জন্য েনাটিস পাঠিয়েছে ইডি। তাঁকে ৫ সেপ্টেম্বর দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছে।
হাইকোর্টে আবেদন মেনকার
কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে অভিষেকের শ্যািলকা। তাঁকে দিল্লিতে কেন তলব করা হয়েছে তাই নিয়ে হাইকোর্টে আবেদন করেছেন মেনকা। কয়লাকাণ্ডের তদন্তে এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী এবং শ্যালিকাকে জেরা করেছে সিবিআই। ২০২১ -এ বিধানসভা নির্বাচনের আগে অভিষেকের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। সেই সময় অভিষেকের শ্যালিকাকে পৌনে তিন ঘণ্টা ধরে জেরা করা হয়েছিল। লন্ডনের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের আর্থিক লেনদেন িনয়ে জানতে চওয়া হয়েছিল তাঁর কাছে।
অভিষেককে তলব
এদিকে আজই আবার কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। আগামী শুক্রবার তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। আদালতের িনর্দেশ মেেনই এবার তাঁকে কলকাতায় জেরা করতে চায় ইডি। তবে অভিষেককে জেরা করার জন্য দিল্লি থেকে আসছেন ইডির অফিসাররা। এর আগে একাধিক বার দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে জেরা করেছে ইডি। কয়লা পাচার কাণ্ডে একাধিক আর্থিক লেনদেনে অভিষেকের নাম উঠে এসেছে বলে খবর ইডি সূত্রে।
মমতার আশঙ্কাই সত্যি হল
গতকাল মেয়ো রোডে টিএমসিপির বিশাল সমাবেশে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। আজ এত বড় সভা হচ্ছে কালই হয়তো অভিষেককে নোটিস ধরাবে। ববিকে গ্রেফতার করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেই কথা বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেইআশঙ্কাই সত্যি হল এবার। সভার পরের দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর শ্যালিকাকে নোটিস ধরাল ইডি।