India vs Pakistan: কঠিন সময়ে ফোকাস ধরে রাখা ভারতীয় দলের প্রশংসায় বিসিসিআই সভাপতি সৌরভ, টুইটে লিখলেন এই কথা

পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে ভারত। তবে,পাকিস্তানের ইনিংস ১৪৭ রানে গুটিয়ে যাওয়ার পর যতটা সহজে এই জয় আশবে বলে মনে করা হয়েছিল ততটা সহজে তা পায়নি ভারতীয় দল। ভারতীয় টপ অর্ডারের ব্যর্থতায় ম্যাচ গড়ায় শেষ ওভার পর্যন্ত। একটা সময় এমন স্থিতি তৈরি হয়েছিল যেখানে ভারতের জয়ের উপর সংশয় তৈরি হয়েছিল। কে এল রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদবের মতো ক্রিকেটাররা যখন পাকিস্তানের বোলিং-এর সামনে কোনও উত্তর খুঁজে পাচ্ছেন না তখন ভারতীয় দলকে জয়ের পথ দেখায় রবীন্দ্র জাডেজা এবং হার্দিক পান্ডিয়ার মধ্যে ৫৩ রানের ইনিংস। হার্দিকের অনবদ্য ১৭ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস এই ম্যাচ থেকে জয় এনে দেয় ভারতকে।

পাক ম্যাচ জয়ী ভারতীয় দলের প্রশংসায় বিসিসিআই সভাপতি:

পাকিস্তানের বিরুদ্ধে এই সাফল্যের জন্য সমগ্র দলের প্রশংসা করেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। টুইট করে তিনি লিখেছেন, "ভাল ভাবে শুরু করেছে ভারত। কঠিন পরিস্থিতিতে বেশ ভাল মতো ফোকাস ধরে রাখতে পেরেছে।" নিজের টুইটে বিসিসিআই এবং ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে ট্যাগ করেন বিশ্ব ক্রিকেটের সর্বাকালের অন্যতম সেরা ক্রিকেটার।

পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের দুর্ধর্ষ বোলিং:

তরুণ ক্রিকেটারদের নিয়ে তৈরি পাকিস্তানের ব্যাটিংলাইনকে এই ম্যাচে এক বারের জন্যও ভয়ঙ্কর হয়ে উঠতে দেয়নি ভারতীয় দল। মহম্মদ রিজওয়ান এবং ইফতিকার আহমেদ ছাড়া কোনও পাকিস্তানি ব্যাটসম্যান সীমান্তের অপর পারের দলটিকে নির্ভরতা দিতে পারেননি। মহম্মদ রিজওয়ান করেন ৪৩ রান এবং ইফতিকার আহমেদ করেন ২৮ রান। রান পাননি ফর্মে থাকা পাক অধিনায়ক বাবর আজম। পাকিস্তানের ইনিংসকে ভয়ঙ্কর না হতে দেওয়ার প্রধান কারিগর ভুবনেশ্বর কুমার। জসপ্রীত বুমরাহের অনুপস্থিতিতে এশিয়া কাপে ভারতের বোলিং লাইআপকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব তাঁরই। ৪ ওভারে ২৬ রান খরচ করে ৪ উইকেট তুলে নেন বুমরাহ। তিনটি উইকেট নেন হার্দিক পান্ডিয়া। দু'টি উইকেট পান অর্শদীপ সিং।

ভারতীয় টপ অর্ডারের ব্যর্থতা:

টি-২০ ক্রিকেটে বর্তমান সময়ে ১৪৮ রান তাড়া করাটা একেবারেই বড় বিষয় নয়। বরং টি-২০ ক্রিকেটের সাপেক্ষে অত্যন্ত কম টার্গেট। কিন্তু এই রান তাড়া করতে নেমেই বিপাকে পড়ে ভারতের টপ অর্ডার। প্রথম বলেই প্যাভিলিয়নে ফেরেন কে এল রাহুল। ভারত অধিনায়ক রোহিত শর্মা ১৮ বলে ১২ রান করেন। বিরাট কোহলি একাধিক বার ভাগ্যের সাহায্য নিয়ে ৩৪ বলে ৩৫ রান করেন। ১৮ বলে ১৮ রান করেন সূর্যকুমার যাদব।

ভারতের জয় নিশ্চিত করে হার্দিক পান্ডিয়া-রবীন্দ্র জাডেজার পার্টনারশিপ:

হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাডেজার মধ্যে তৈরি হওয়া ৫৩ রানের পার্টনারশিপ ভারতকে এই ম্যাচে জয় এনে দেয়। ২৯ বলে ৩৫ রানের ইনিংস খেলে রবীন্দ্র জাডেজা এক দিক থেকে উইকেটের পতন রোধ করেন। জাডেজা যখন এক দিক ধরে খেলেন তখন রান তোলার কাজটা চালান হার্দিক পান্ডিয়া। ১৭ বলে ৩৩ রানের ইনিংস খেলেন পান্ডিয়া। ব্যাট হাতে ম্যাচ উইনিং ক্যামিও এবং বল হাতে তিন উইকেট নেওয়ার ফলে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন হার্দিক।

More INDIA News  

Read more about:
English summary
Sourav Ganguly lauds Team India's composure in tight situation. Sourav mentioned this fact in his tweet while applauding the team for the effort they made against Pakistan to win the match.
Story first published: Monday, August 29, 2022, 15:04 [IST]