|
সামাজিক যোগাযোগ মাধ্যমে হার্দিকের প্রশংসা রবি শাস্ত্রীর:
হার্দিক পান্ডিয়ার নায়োকচিত ইনিংসের ভুয়োশি প্রশংসা করেছেন রবি শাস্ত্রী। ইনস্টাগ্রামে হার্দিকের একটি ছবি শেয়ার করে শাস্ত্রী লেখেন, "ভারতকে জেতাতে সেরা টি-২০ অলরাউন্ডারকে দরকার পরল।" এই মন্তব্যেকর সঙ্গেই তিনি ট্যাগ করে হার্দিক পান্ডিয়াকে। পর পর উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া ভারতীয় ইনিংসকে অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছে দেন হার্দিক পান্ডিয়া। ১৭ বলে ৩৩ রানের ক্যামিও খেলে চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে কাঙ্খিত জয় এনে দেন হার্দিক। দুইটি চার এবং দুইটি ছয় দিয়ে তাঁর ইনিংস সাজানো ছিল।
ভারতের সামনে ১৪৮ রানের টার্গেট রাখে পাকিস্তান:
টসে জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিং করতে আমন্ত্রণ জানান ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। ১৯.৫ ওভারে ১৪৭ রানে শেষ হয়ে যা পাকিস্তানের ইনিংস। মহম্মদ রিজওয়ান পাকিস্তানের হয়ে সর্বাধিক ৪৩ রান করেন। বাবর আজম করেন ১০ রান। ইফতিকার আহমেদ করেন ২৮ রান। ভারতের হয়ে চার উইকেট নেন ভুবনেশ্বর কুমার এবং তিনটি উইকেট নেন হার্দিক পান্ডিয়া। ফলে ইনিংসের শেষ বল না খেলে ভারতের সামনে ১৪৮ রানের টার্গেট রাখে ভারত।
ভারতের জয়ের নায়ক হার্দিক পান্ডিয়া:
অকারণে চাপে পড়ে যাওয়া ভারতীয় ইনিংসকে অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছে দেন হার্দিক পান্ডিয়া। ১৭ বলে ৩৩ রানের ক্যামিও খেলে চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে কাঙ্খিত জয় এনে দেন হার্দিক। দুইটি চার এবং দুইটি ছয় দিয়ে তাঁর ইনিংস সাজানো ছিল। তবে তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন রবীন্দ্র জাডেজা। ২৯ বলে ৩৫ রানের ধৈর্য্যশালী ইনিংস খেলে এক দিক থেকে উইকেটের পতন রোধ করেন জাডেজা। জাডেজার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ধরে খেলা এবং হার্দিকের রান তোলার স্ট্র্যাটেজিতে পর্যুদস্ত হয় পাকিস্তান।
বারবার হার্দিকের প্রশংসায় শোনা গিয়েছে শাস্ত্রীর মুখে:
দীর্ঘ দিন ভারতীয় ক্রিকেটের প্রধান কোচের দায়িত্বে থাকার ফলে হার্দিক পান্ডিয়াকে হাতের তালুর মতো চেনেন রবি শাস্ত্রী। ভারতের এই অলরাউন্ডার বরাবরই তাঁর পছন্দের তালিকায় থেকে এসেছে। পাকিস্তানের বিরুদ্ধে হার্দিকের ম্যাচ উইনিং ইনিংস খেলার পরই প্রথম নয়, এর আগেও একাধিক বার রবি শাস্ত্রীর মুখে শোনা গিয়েছে হার্দিকের প্রশংসা। এক বার শাস্ত্রী বলেছিলেন, "ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ও। ওকে আপনি বাইরে বের করে দিন দেখবেন দলের ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে। এতটাই গুরুত্বপূর্ণ ও।"