চ্যাম্পিয়নশিপ থেকে এই মরসুমে প্রিমিয়ার লিগে ওঠা এএফসি বার্নামাউথকে ৯-০ গোলে পরাজিত করল লিভারপুল। শনিবার অ্যানফিল্ডে লিভারপুলের এই জয়ের প্রধান কারিগর ব্রাজিলীয় ফরওয়ার্ড রবার্তো ফিরমিনো। ৩ মিনিটের মাথায় যে গোলের স্রোত শুরু হয় তা শেষ হয় ৯৫ মিনিটে। প্রথমার্ধে পাঁচটি গোল করে লিভারপুল এবং দ্বিতীয়ার্ধে করে চারটি গোল।
ম্যাচের ৩ মিনিটের মাথায় রবার্তো ফিরমিনোর পাস থেকে লুইস ডিয়াজ গোল করে প্রথম এগিয়ে দেন লিভারপুলকে।
লিভারপুলের হয়ে দ্বিতীয় গোলটি করেন হারভে এলিয়ট। এই গোলেরও পাস বাড়ান ফিরমিনো। রবার্তো ফিরমিনোর পাস থেকে তৃতীয় গোলটি করেন ট্রেন্ট অ্যালেক্সজান্ডার-আর্নল্ড। তিনটি গোল করানোর পর চতুর্থ গোলটি নিজেই করেন রবার্তো ফিরমিনো। অ্য়ান্ড্রু রবার্টসনের পাস থেকে পঞ্চম গোলটি করেন ভিরজিল ভান ডিজিক।
প্রথমার্ধ শেষে ৫-০ গোলে ড্রেসিং রুমে ফেরা লিভারপুল দ্বিতীয়ার্ধের শুরুতেই এফসি বার্নামাউথের ক্রিস মেমফেম আত্মঘাতী গোল করেন যার ফলে ৬-০ গোলে এগিয়ে যায় লিভারপুল। লিভারপুলের হয়ে সপ্তম গোলটি করেন রবার্তো ফিরমিনো। দুই পরিবর্ত ফুটবলারের জুটিতে আসে অষ্টম গোলটি কস্টানটিনোস সিমিকাসের পাস থেকে ফাবিও কারভালো অষ্টম গোলটি করেন ম্যাচের।
সিমাকাসের পাস থেকেই নবম গোলটি করে এএফসি বার্নামাউথের কফিনে শেষে পেরেকটি পুতে দেন লুইস ডিয়াজ। তাঁর গোল দেয়েই এই গোলের স্রোত শুরু হয়েছিল এবং তাঁর গোল দিয়েই তা সমাপ্ত হল।
অপর খেলার, নতুন মরসুমে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে আর্সেনাল। প্রিমিয়ার লিগে চার ম্যাচের চারটিতেই জিতল আর্সেনাল। শনিবার তারা ২-১ গোলে পরাজিত করে ফুলহামকে। প্রিমিয়ার লিগে পর পর চারটি ম্যাচ জেতার ফলে এই মুহূর্ত শীর্ষ স্থানে রয়েছে আর্সেনাল। দীর্ঘ দিন পর পুরন ছন্দে দেখা যাচ্ছে আর্সেনালকে। আলেক্সজান্ডার মিত্রোভিচের গোলে এগিয়ে যায় ফুলহাম। মার্টিন ওডের্গাডের গোলে সমতায় ফেরে আর্সেনাল। ৮৬ মিনিটে আর্সেনালের হয়ে জয় সূচক গোলটি করেন গ্যাব্রিয়েল মেগেলহায়েস।