গ্রেফতার মিডলম্যান
এসএসসি দুর্নীতি কাণ্ডের তদন্তে মিডলম্যান প্রসন্নকে গ্রেফতার করেছে ইডি। তাঁকে জেরা করে একের পর এক তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে। তদন্তকারীরা জানতে পেরেছেন মিডিলম্যান প্রসন্নকুমার রায়কে দিয়েই তৈরি করা হত অযোগ্য প্রার্থীদের তালিকা। তার পর প্রদীপ সিং সেই তালিকা পৌঁছে দিতেন SSC-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার কাছে। উত্তর ২৪ পরগনা জেলার অযোগ্য প্রার্থীদের তালিকা তৈরি করতেন প্রসন্ন কুমার। তাঁর সল্টলেকের গাড়ি ভাড়া দেওয়ার অফিসে এই সব কাজ করা হত। সেখানকার কম্পিউটারে তৈরি করা হত তালিকা।
বিপুল সম্পত্তি প্রসন্ন কুমারের
মিডলম্যান প্রসন্নকে জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। তাঁর সম্পত্তির তালিকা চমকে দেওয়ার মত। নিউটাউনের বিভিন্ন অভিজাত আবাসনে রয়েছে প্রসন্নকুমার রায়ের একাধিক ফ্ল্যাট। নারকেলডাঙার টালির চালের ঘর থেকে কীভাবে এই উত্থান তার সন্ধান করতেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতে শুরু করে। প্রথমে বলাকা আবাসনের একটি ফ্ল্যাটে কিনেছিলেন প্রসন্ন। সেই ফ্ল্যাট এখন তালাবন্ধ।
সিবিআইয়ের নজর এখন তাঁর গাড়ি ভাড়া দেওয়ার অফিসে নজর দিয়েছে।
পার্থ যোগ
এসএসসি কাণ্ডে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও যোগাযোগ ছিল প্রসন্নর। বলাকা আবাসনের পুজোয় এসেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। কারণ েসই আবাসনের পুজোর সম্পাদক ছিলেন প্রসন্ন। সেই সুবাদেই পার্থ চট্টোপাধ্যয়ের এই পুজোয় আসা তদন্তকারীদের এমনই জানিয়েছেন আবাসনের বাসিন্দা এবং কর্মীরা। অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দেবার নাম করে মোটা টাকা েনওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তঁার কাছ থেকে নিয়োগ সংক্রান্ত বেশ কিছু তথ্য হাতে পেয়েছে ইডি এবং সিবিআই।
চাপে পার্থ
প্রসন্নর গ্রেফতারির পর রাজ্যর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উপরে চাপ বেড়েছে তাতে কোনো সন্দেহ নেই। পার্থকে জেরা করে একাধিক অসঙ্গতি মিলেছে। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে এই দুর্ণীতিতে আর কারা জড়িত রয়েছে তা িনয়ে তদন্ত চলছে। এদিকে আবার পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্ণীতির তদন্তে বিধায়তক মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে।