প্রবল বিদ্যুৎ সংকট, এক দিন করে স্কুল-অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত সরকারের

প্রবল বিদ্যুৎ সংকটে ভুগছে ভারতের প্রতিবেশী রাজ্য বাংলাদেশ। পরিস্থিতি সামাল দিতে শেষে বেশ কিছপ পদক্ষেপ করার সিদ্ধান্ত িনয়েছে শেখ হাসিনা সরকার। প্রতি সপ্তাহে এক দিন করে ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে স্কুল-কলেেজ। সেই সঙ্গে সরকারি অফিস এবং ব্যাঙ্ক এক ঘণ্টা আগে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে কিছুটা হলেও বিদ্যুৎ বাঁচানো সম্ভব হবে বলে জানানো হয়েছে।

শ্রীলঙ্কার পরিস্থিতির দিেক এগোচ্ছে বাংলাদেশ। একদিকে জ্বালািন সংকট সেই সঙ্গে বিদ্যুেতর সংকট। পেট্রোলের দাম আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে বাংলাদেশে। একই ভাবে গোটা দেশে বিদ্যুতের সংকট চরম আকার নিয়েছে। ইউক্রে রাশিয়ার যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বিপুল হারে বেড়েছে। তার জেরে তরতরিয়ে বেড়েছে জ্বালানির দাম। ভারত সরকার অনেক চেষ্টা করে সমস্যা মিটিয়েছে। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে।

পরিস্থিতি সামাল দিতে সপ্তাহে ২ দিন করে স্কুল কলেজে ছুটি ঘোষণা করেছে শেখ হাসিনা সরকার। বাংলাদেশে সাধারণত শুক্রবার স্কুল-কলেজ ছুটি থাকে। এবার থেকে শনিবারে বন্ধ থাকবে স্কুল। অন্যদিকে সরকারি অফিস এবং ব্যাঙ্কের কাজেরসময় কমিয়ে দেওয়া হয়েছে। বুধবার থেকে কার্যকর করা হবে সেই িনর্দেশিকা। সেই সঙ্গে তীব্র জ্বালানি সংকট তৈরি হয়েছে বাংলাদেশে। এক ধাক্কায় ৫০ শতাংশ বেড়েিছল দাম। তার জেরে প্রতিবাদে উত্তাল হয়েছিল গোটা দেশ। বাংলাদেশের আম জনতা রাস্তায় নেবে বিক্ষোভ দেখিয়েছিলেন।

পরিস্থিতি সামাল দিেত একের পর এক পদক্ষেপ করে চলেছে বাংলাদেশ সরকার। কয়েক মাস আগে শ্রীলঙ্কাতে একই পরিস্থিতি তৈরি হয়েছিল। হাজার টাক লিটার বিক্রি হচ্ছিল পেট্রোল। তার জেরে জিনিসের দাম রেকর্ড হারে বেড়েছিল। বাংলাদেশে একই ভাবে জ্বালানির দাম বাড়তে শুরু করায় বেড়েছে জিনিসের দাম। মধ্যবিত্তের আয়ত্তের বাইরে চলে গিয়েছে একাধিক নিত্য প্রয়োজনীয় জিিনসের দাম। পাকিস্তান এই কঠিন পরিস্থিতর মধ্য দিয়ে যাচ্ছে। সেখানে ভেঙে পড়েছে দেশের অর্থনীতি। ইমরান সরকারের পতন ঘটিয়ে দেশের অর্থনীতীকে ফের ট্যাকে ফেরানোর চেষ্টা করা হচ্ছে।

ভারতের অর্থনীতি ধাক্কা খেয়েছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে। ভারতে হু হু করে বেড়েেছ জ্বালানি তেলের দাম। পেট্রোলের দাম হু হু করে বাড়তে শুরু করেছিল। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করে মোদী সরকার। ভ্যাট কমিয়ে পেট্রোলের দামে রাশ টানা হয়। সেই সঙ্গে রাশিয়া থেকে সস্তায় পেট্রোল আমদািন করতে শুরু করেছে মোদী সরকার তার জেরে অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে দেশের অর্থনীতী। মুদ্রাস্ফিতীতে রাশ টানতে রিজার্ভ ব্যাঙ্ক পর পর তিনবার রেপোরেট বাড়িয়েছে।

বন্যায় ভাসছে শহর থেকে গ্রাম, হাজার ছুঁই ছুই মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা প্রধানমন্ত্রীরবন্যায় ভাসছে শহর থেকে গ্রাম, হাজার ছুঁই ছুই মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা প্রধানমন্ত্রীর

More BANGLADESH News  

Read more about:
English summary
Bangladesh will close Schools an additional day each week to save electricity