ভারত-পাক দ্বৈরথ নিয়ে
ভারত-পাকিস্তান ম্যাচে যাতে দলের উপর চাপ না বাড়ে সেজন্য সতর্ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি ভারত-পাকিস্তান ম্য়াচকে অন্য ম্যাচের মতো করেই দেখতে বলছেন। তাঁর কথায়, যাঁরা নিয়মিত ক্রিকেট খেলে অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের কছে ভারত-পাকিস্তান ম্যাচ স্রেফ একটি ম্যাচ। আমিও যখন খেলেছি তখন প্রতিপক্ষ পাকিস্তান ভেবে খেলিনি। কখনও কখনও পাকিস্তান ম্যাচ নিয়ে ভাবনার পরিবর্তন হয়েছে। যেমন বিশ্বকাপ সেমিফাইনাল, সুপার সিক্সে বা কোয়ালিফায়ারে। তখন আলাদা একটা চাপ থাকে। সেই চাপ বাড়ে বা কমে। জসপ্রীত বুমরাহ নেই এশিয়া কাপে। তবে রোহিত, রাহুল, বিরাট, পন্থ যাঁরা পাকিস্তানের বিরুদ্ধে বা শক্তিশালী দলের বিরুদ্ধে খেলেছেন তাঁরা জানেন কীভাবে চাপ সামলাতে হয়।
|
একা কেউ ফারাক গড়েন না
পাকিস্তান শাহিন শাহ আফ্রিদি, মহম্মদ ওয়াসিম জুনিয়রকে পাচ্ছে না। তবে তাতে প্রতিপক্ষ খুব স্বস্তি পাবে, এমনটা মানতে নারাজ সৌরভ। তিনি বলেন, একটা প্লেয়ার ফারাক গড়তে পারেন না। আমাদেরও তো বুমরাহ নেই। একা কারও পক্ষে ফারাক গড়ে দেওয়া সম্ভব নয়। এশিয়া কাপে কাউকে ফেভারিটও ধরছেন না বোর্ড সভাপতি। তিনি বলেন, টি ২০তে কেউ থাকে না। যে ভালো খেলবে সেই জিতবে। রিকভারি টাইম এখানে কম। ফলে কেউই এগিয়ে বা পিছিয়ে নেই। কেউ কি প্রথমে ভেবেছিল এবারের আইপিএলে গুজরাত টাইটান্স চ্যাম্পিয়ন হবে? গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে সৌরভ বলেন, হার্দিক গত বছর ফিট ছিলেন না। বল করতে পারছিলেন না। কিন্তু অলরাউন্ডারের ভূমিকা পালন করছেন। ভারতীয় দলে তাঁর উপস্থিতি বড় বিষয়।
|
এক্স ফ্যাক্টর
গত টি ২০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে ভারতের পরাজয় এবারের দ্বৈরথে কোনও প্রভাব ফেলবে না বলে দাবি সৌরভের। তিনি বলেন, ১৯৯২ থেকে আমি খুব পুঙ্খানুপুঙ্খভাবে ভারত-পাকিস্তান ম্যাচ ফলো করি। গত ৩০ বছরে বিশ্বকাপে ভারত একবারই হেরেছে পাকিস্তানের কাছে। এটা তো ম্যাজিক নয় যে সব ম্যাচই জিতবে। এক-আধবার তো হারবেই। ভারত ও পাকিস্তান ফাইনালে উঠলে তিনবার দ্বৈরথের সম্ভাবনা। সৌরভ বলেন, এশিয়া কাপে তিনটি ম্যাচ যেমন আলাদা হবে, তেমনই বিশ্বকাপও আলাদা। এশিয়া কাপের ম্য়াচের সঙ্গে বিশ্বকাপের ম্যাচের সম্পর্ক নেই। যে যেদিন ভালো খেলবে সে জিতবে। ভারতীয় দলের এক্স ফ্যাক্টর কী? এই প্রশ্নের উত্তরে সৌরভের জবাব, অনেক আছে। রোহিত, বিরাট, রাহুল, পন্থ, সূর্য, জাদেজা, হার্দিক। আবার পাকিস্তানের এক্স ফ্যাক্টর বাবর আজম, মহম্মদ রিজওয়ান, সেই সঙ্গে তরুণ জোরে বোলাররা। ফলে দুই দলেই এক্স ফ্যাক্টর আছে।
বিরাট প্রসঙ্গে
বিরাট কোহলির পাশে থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় আশাবাদী দ্রুতই প্রাক্তন ভারত অধিনায়ককে চেনা ছন্দে দেখা যাবে। সৌরভ বলেন, বিরাট অনেক বড় প্লেয়ার। বহুদিন ধরে খেলছেন। নিশ্চয়ই ফর্মুলা আছে রান করার। এত বড় প্লেয়ার, এতদিন রান পাবেন না সেটা হয় না। নিশ্চয়ই রান করবেন। রান করা যেমন ভারতের জন্য দরকার, তেমনই নিজের জন্যও। আমরা সকলেই আশাবাদী তাঁর ব্যাটে শতরান আসবে। তবে টি ২০-তে কম সময়ে শতরান পাওয়া সহজ নয়। অন্য ফরম্যাটে নিশ্চয়ই বিরাট শতরান পাবেন, আগামী কয়েক মাসে তিনি নিজের চেনা ছন্দে খেলবেন বলে আশাবাদী বিসিসিআই সভাপতি।
|
এশিয়া কাপে নজরে ভারতের খেলার ধরন বদল
রোহিত শর্মা সম্প্রতি জানিয়েছেন, ভারত খেলার ধরনে পরিবর্তন আনছে। ক্রিকেটারদের অনেক স্বাধীনভাবে খেলতে দেওয়া হচ্ছে। পাওয়ারপ্লের ওভারেও আগ্রাসী ব্যাটিংয়ের রণকৌশল নিয়েছে মেন ইন ব্লু। এশিয়া কাপে ভারতের সেই রণকৌশল কতটা কার্যকরী হয় সেদিকে নজর রাখছেন সৌরভও। ভারতীয় দলে একাধিক অধিনায়ক পরিবর্তন প্রসঙ্গে সৌরভ বলেন, কোভিড পরিস্থিতির পর ভারত অনেক ক্রিকেট খেলছে। চোট-আঘাতের সমস্যার কারণেই অধিনায়ক বদল করতে হচ্ছে। রোহিত, রাহুল, বুমরাহ চোট পেয়েছেন। ক্রীড়াসূচির কথা মাথায় রেখে বিশ্রামও দিতে হচ্ছে।