‘জিএনএ’-র ডিএনএ এখন মোদীময়! গুলাম নবি আজাদের পদত্যাগে প্রতিক্রিয়া কংগ্রেসের

রাজনৈতিক মহল মনে করছে, গুলাম নবি আজাদের কংগ্রেস ত্যাগ দলের পক্ষ সুখকর হবে না। যদিএ কংগ্রেসের একাংশ মনে করছে, গুলাম নবি আজাদের দলত্যাগ কোনও ফ্যাক্টর হবে না। সেই সূত্রেই গুলাম নবি আজাদের চিঠির পাল্টা তোপ দেগেছেন কংগ্রেস নেতারা। আর এই কাজে কংগ্রেসকে নেতৃত্ব দিয়েছেন প্রবীণ নেতা জয়রাম রমেশ।

গুলাম নবি আজাদের ডিএনএ এখন পরিবর্তন হয়ে গিয়েছে

গুলাম নবি আজাদকে একহাত নিয়ে জয়রাম রমেশ টুইট করেন, জিএনএ-র ডিএনএ মোদীময় হয়ে গিয়েছে। গুলাম নবি আজাদ ওরফে জিএনএ এমন একজন ব্যক্তি, যাঁকে কংগ্রেস আজীবন উচ্চপদে রেখেছিল। তিনি দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি দলত্যাগ করে যে ভাষায় চিঠি লিখেছেন, তাতে তাঁর আসল চরিত্র প্রকট হয়ে উঠেছে। স্পষ্ট বোঝা যাচ্ছে যে গুলাম নবি আজাদ মোদী-বিদ্বেষী ছিলেন, তাঁর ডিএনএ এখন পরিবর্তন হয়ে গিয়েছে।

সোনিয়াকে লেখা ৫ পাতার চিঠিতে গুলাম নবি

উল্লেখ্য, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে তাঁর লেখা পাঁচ পাতার চিঠিতে গুলাম নবি আজাদ রাহুল গান্ধীর বিরুদ্ধে তোপ দেগেছেন। রাহুল গান্ধীর অপরিপক্ক রাজনীতি কংগ্রেসের প্রাতিষ্ঠানিক অখণ্ডতাকে ভেঙে দিয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। তাঁর দাবি, রাহুল গান্ধী সমস্ত সিনিয়র ও অভিজ্ঞ নেতাদের বাদ দিয়ে অনভিজ্ঞদের নিয়ে দল পরিচালনা করছেন এবং তার মাশুল গুনে চলেছেন যথারীতি। দলের জন্য যাঁরা এতদিন প্রাণপাত করেছেন, তাঁদেরকেই দূরে সরিয়ে দেওয়া হয়েছে বলে তাঁর দাবি।

গুলাম নবিকে টুইটে জবাব অশোক গেহলটের

জয়রাম রমেশ ছাড়াও গুলাম নবি আজাদের বিরুদ্ধে সরব হয়েছেন আরও কয়েকজন কংগ্রেস নেতা। তার মধ্যে রয়েছে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। কিনি আজাদের লেখা চিঠি ও বিবৃতিতে ব্যথিত। কংগ্রেস তাঁকে যথেষ্ঠ সম্মান ও স্বীকৃতি দিয়েছে। ৪২ বছর ধরে তিনি কংগ্রেসের পদাধিকারী থেকেছেন। তারপরও যে অভিযোগ তিনি রাহুল গান্ধীর বিরুদ্ধে করেছেন, তা অর্থহীন। অসোক গেহলট বলেন, ইন্দিরা গান্ধী থেকে শুরু করে সঞ্জয় গান্ধী, রাজীব গান্ধী এবং বর্তমানে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর কারণে গুলাম নবি আজাদ গোটা দেশের কাছে একচা পরিচির মুখ। তা তিনি ভুলে গেলেন।

আজাদের দলত্যাগে বিস্মিত হয়েছেন আনন্দ শর্মা

গুলাম নবি আজাদের সঙ্গেই কংগ্রেসের জি-২৩ বিদ্রোহী গোষ্ঠীর অংশ ছিলেন আনন্দ শর্মা। তিনি বলেন, গুলাম নবি আজাদের পদত্যাগ সমস্ত কংগ্রেসীদেরই কষ্ট দেবে। আমি ব্যক্তিগতভাবে তাঁর দলত্যাগে বিস্মিত হয়েছি। এই সিদ্ধান্ত কোনওভাবেই কাম্য ছিল না। আমরা অভ্যন্তরীণ সংস্কারের প্রয়োজন আছে বলে আওয়াজ তুলেছিলাম। জরুরি সংস্কারের কথা বলেছিলেন। আমরা আশাবাদীও ছিলাম তা নিয়ে।

জি-২৩ বিদ্রোহী গোষ্ঠীর নেতা জয়বীর শেরগিল কী বললেন

জি-২৩ বিদ্রোহী গোষ্ঠীর আর এক নেতা জয়বীর শেরগিল বুধবার দল ছেড়েছেন। তারপর তিনি কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে উষ্মা জারি রেখছেন আজাদের পদত্যাগের পর। তিনি বলেন, আজাদের পদত্যাগ ও সোনিয়াকে লেখা চিঠিটি প্রকৃত ছবি তুলে ধরেছে। আর এক জি-২৩ নেতা সন্দীপ দীক্ষিত আজাদের পদত্যাদ নিয়ে বলেন, তিনি যখন জি-২৩ ইউনিটে যোগ দিয়েছিলেন তখন তাঁরা সংস্কারের ব্যানার তুলে ধরেছিলেন, বিদ্রোহের ব্যানার নয়।

More CONGRESS News  

Read more about:
English summary
Congress leaders says on Ghulam Nabi Azad’s resignation that GNA’s DNA has been Modi-fied.