এশিয়া কাপে চোট জর্জরিত পাকিস্তানের বিরুদ্ধে ভারতই ফেভারিট, আফ্রিদির সঙ্গে দেখা করলেন বিরাটরা

এশিয়া কাপে রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ। যদিও দুই শিবিরের দিকে চোখ রাখলে উত্তেজনার ছবি সামনে আসছে না। রোহিত শর্মা ও বাবর আজমের দল এমনিতে রয়েছে ফুরফুরে মেজাজেই। আগের টি ২০ বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। তবে এশিয়া কাপ অভিযানে নামার আগে বাবরদের অস্বস্তি বাড়াচ্ছে পেসারদের চোট। তারই মধ্যে ধরা পড়ল দুই দেশের ক্রিকেটারদের মধ্যে সৌজন্য বিনিময়ের ছবি।

সৌজন্য সাক্ষাৎ

দুবাইয়ে আইসিসি ক্রিকেট আকাদেমিতে অনুশীলন করছে বিভিন্ন দল। এর আগে দেখা গিয়েছিল বিরাট কোহলির সঙ্গে বাবর আজমের করমর্দনের দৃশ্য। এবার দেখা গেল সৌজন্যের আরেক নজির। পাকিস্তান ক্রিকেট বোর্ডের শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে, পাকিস্তানের পেয়ার শাহিন শাহ আফ্রিদি, যিনি এবারের এশিয়া কাপে চোটের কারণে খেলতে পারছেন না, তাঁর সঙ্গে হাত মিলিয়ে কথা বলছেন ভারতীয় ক্রিকেটাররা। আফ্রিদি বিরাট কোহলিকে শুভেচ্ছা জানালে প্রাক্তন ভারত অধিনায়ক তাঁকে ধন্যবাদও জানিয়েছেন বলে ভিডিওতে শোনা গিয়েছে।

আফ্রিদির পর ওয়াসিমের চোট

ভারতীয় দল অনুশীলনে নামার আগেই এই দৃশ্য দেখা গিয়েছে। শাহিন শাহ আফ্রিদি মাঠের ধারে বসে ছিলেন। প্রথমে যুজবেন্দ্র চাহাল এসে তাঁর সঙ্গে হাত মিলিয়ে কুশল বিনিময় সারেন। এরপর বিরাট কোহলি, ঋষভ পন্থ, লোকেশ রাহুলদের সঙ্গেও কথা হয় আফ্রিদির। উল্লেখ্য, গত টি ২০ বিশ্বকাপে ভারতীয় ইনিংসে আঘাত হেনে ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন এই আফ্রিদিই। ভারতের ব্যাটিং লাইন আপের প্রথম তিন ব্যাটারই তাঁর শিকার হয়েছিলেন। আফ্রিদির না থাকা ভারতের জন্য নিশ্চিতভাবেই স্বস্তি। তবে পাকিস্তানের অস্বস্তি বেড়েছে আরেক পেসার মহম্মদ ওয়াসিম জুনিয়র চোট পাওয়ায়। তাঁর পিঠে যন্ত্রণা হচ্ছে, এমআরআই স্ক্যান করানো হয়েছে। এতে স্পষ্ট হবে চোট কতটা গুরুতর। তবে টি ২০ বিশ্বকাপের আগে তাঁকে নিয়ে ঝুঁকি নেবে না পাক টিম ম্যানেজমেন্ট।

ফুরফুরে ভারত

ভারতীয় দল অবশ্য রয়েছে ফুরফুরে মেজাজেই। নেটে ভারতীয় ব্যাটাররা সকলেই ছন্দে রয়েছেন। বিরাট কোহলি, রোহিত শর্মারা বড় বড় শটও খেলছেন। পাওয়ারপ্লে-র ওভারগুলিতেও আগ্রাসী ব্যাটিংয়ে পরিকল্পনা রয়েছে ভারতের। ফর্ম ফিরে পেতে মুখিয়ে থাকা বিরাট কোহলি নিজেও এই নয়া রণকৌশলের সঙ্গে মানিয়ে নিচ্ছেন।

ছন্দে রোহিত

ভারত অধিনায়ক রোহিত শর্মার ব্যাটিংয়ের ভিডিও বিসিসিআইয়ের টুইটারে আপলোড করা হয়েছে। যাতে হিটম্যানকে আক্রমণাত্মক মেজাজেই ব্যাট করতে দেখা যাচ্ছে। পাকিস্তানের স্পিনারদের সামলাতেও চলছে বিশেষ অনুশীলন। সবমিলিয়ে রোহিত শর্মার দলই রবিবারের ম্যাচে ফেভারিট হিসেবে মাঠে নামতে চলেছে।

More ASIA CUP News  

Read more about:
English summary
Asia Cup: Rohit Sharma-Led India Are Getting Ready For The Pakistan Match On Sunday. Virat Kohli, Rishabh Pant, KL Rahul, Yuzvendra Chahal Met Shaheen Shah Afridi During Training.