দেশব্যাপী ২১টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো ঘোষণা ইউজিসির, তালিকায় বাংলার দুটি শিক্ষা প্রতিষ্ঠান

ইউজিসি ভারতের ২১টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বলে ঘোষণা করেছে। ইউজিসি তরফে জানানো হয়েছে, ওই বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের ডিগ্রি দেওয়ার অধিকার নেই। দিল্লিতে সব থেকে বেশি আটটি ভুয়ো বিশ্ববিদ্যালয়কে চিহ্নিত করেছে ইউজিসি। তারপরেই রয়েছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের চারটি বিশ্ববিদ্যালয় ভুয়ো। ভুয়োর তালিকায় বাংলার দুটো বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও কেরল, মহারাষ্ট্র, ওড়িশা, কর্ণাটক, পুদুচেরিতে ভুয়ো বিশ্ববিদ্যালয়ে সন্ধান পাওয়া গিয়েছে।

কোন বিশ্ববিদ্যালয়কে ভুয়ো ঘোষণা করা হয়েছে

এক বিবৃতিতে ইউজিসির তরফে জানানো হয়েছে, একটি বিশ্ববিদ্যালয় যখন কেন্দ্রীয় বা রাজ্যের আইনের অধীনে প্রতিষ্ঠিত হয়, তখনই তারা ডিগ্রি প্রদান করতে পারে। বিবৃতিতে জানানো হয়েছে, সংসদের একটি বিশেষ আইন দ্বারা ক্ষমতাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো তাদের শিক্ষার্থীদের ডিগ্রি দিতে পারে। ইউজিসি যেসমস্ত ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে, তাদের পরীক্ষার্থীদের ডিগ্রি দেওয়ার অধিকার নেই। ইউজিসি তাদের কোনও অধিকার দেয়নি। ইউজিসি জানিয়েছে, পড়ুয়া ও জনসাধারণকে সতর্ক করে জানানো হচ্ছে, যে ২১টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো ঘোষণা করা হয়েছে, তাদের ইউজিসি কোনও ধরনের ডিগ্রি দেওয়ার অধিকার দেয়নি।

বাংলায় দুটো বিশ্ববিদ্যালয়কে ভুয়ো ঘোষণা

পশ্চিমবঙ্গে দুটো বিশ্ববিদ্যায়কে ভুয়ো ঘোষণ করেছে ইউজিসি। দুটো বিশ্ববিদ্যালয়টি মেডিসিন বিভাগের। ইউজিসির বিবৃতি মারফত জানা গিয়েছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন এবং ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ, এই দুটটি প্রতিষ্ঠান ভুয়ো। এদের ডিগ্রি দেওয়ার কোনও অধিকার নেই। পাশাপাশি নবভারত শিক্ষা পরিষদ ও উত্তর ওড়িশা ইনিভার্সিটি অফ এগরিকালচার অ্যান্ড টেকনোলজিকে জাল বলে ঘোষণা করা হয়েছে।

ভুয়ো বিশ্ববিদ্যালয়ে এগিয়ে দিল্লি

দিল্লির মোট আটটা বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বলে ঘোষণা করা হয়েছে। তার মধ্যে রয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ পাবলিক অ্যান্ড ফিজিক্যাল হেলথ সায়েন্সেস (AIIPPHS), কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড, ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, ভোকেশনাল ইউনিভার্সিটি, ADR-কেন্দ্রিক জুরিডিকাল ইউনিভার্সিটি, ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি ফর সেলফ এমপ্লয়মেন্ট এবং আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়।

অন্যান্য ভুয়ো বিশ্ববিদ্যালয়

এছাড়াও কর্ণাটকের বদগনভি সরকার ওয়ার্ল্ড ওপেন ইউনিভার্সিটি এডুকেশন সোশ্যাইটি কেরলের সেন্ট জনস ইউনিভার্সিটি, মহারাস্ট্রের রাজ্য আরবি বিশ্ববিদ্যালয়, পুদুচেরির শ্রী বোধি একাদেমি অফ হায়ার এডুকেশন, ক্রাইস্ট নিউ টেস্টামেন্ট ডিমড ইউনিভার্সিটি অফ অন্ধ্রপ্রদেশকে জাল বলে ইউজিসির তরফে ঘোষণা করা হয়েছে। এছাড়াও উত্তরপ্রদেশের চারটি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বলে ঘোষণা করা হয়েছে।

Post Office: মাত্র ২৯৯ টাকায় ১০ লাখ টাকার বীমা কভার! কীভাবে পাবেন এই সুবিধা Post Office: মাত্র ২৯৯ টাকায় ১০ লাখ টাকার বীমা কভার! কীভাবে পাবেন এই সুবিধা

More DELHI News  

Read more about:
English summary
UGC declares 21 university as fake most from Delhi
Story first published: Friday, August 26, 2022, 20:09 [IST]