মানিক ভট্টাচার্যের নিরাপত্তা প্রত্যাহার, লুক আউট নােটিস জারি হতেই কি দায় এড়াচ্ছে রাজ্য সরকার

গতকালই মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে লুক আউট নোিটস জারি হয়েছে। এবার রাজ্য সরকার তার নিরাপত্তা প্রত্যাহার করল। নদিয়ার পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক তিনি। সেকারণে তাঁকে নিরাপত্তা দিত রাজ্য সরকার। বিধায়ক হওয়ার পাশাপাশি তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ছিলেন। নিয়োগ দুর্ণীতি মামলায় নাম জড়িয়েছে তাঁর। গত দুদিন ধরে সিবিআই খুঁজছে তাঁকে।

মানিক ভট্টাচার্যের নিরাপত্তা প্রত্যাহার

িনয়োগ দুর্ণীতি মামলায় যুক্ত থাকার অভিযোগে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য এবং নদিয়ার পলাশি পাড়ার বিধায়ক মািনক ভট্টাচার্যের নিরাপত্তা প্রত্যাহার করল রাজ্য সরকার। বিধায়ক হিসেবে তাঁকে বিশেষ নিরাপত্তা দেওয়া হত তাঁকে। কিন্তু গত ২ দিন ধরে তৃণমূল বিধায়কের কোনো খেঁাজ পাওয়া যাচ্ছে না। তাঁকে হন্যে হয়ে খুঁজছে সিবিআই। মািনক ভট্টাচার্যের নিরাপত্তা প্রত্যাহারের পরেই জল্পনা শুরু হয়েছে এবার মানিক ভট্টাচার্যের দায় ঝেড়ে ফেলতে চাইছে মমতা সরকার।

লুক আউট নোটিস জারি

নদিয়ার পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে গতকাল রাতে লুক আউট নোটিস জারি করেছে সিবিআই। গত ২ দিন ধরে তাঁকে খুঁজছে সিবিআই। নিয়োগ দুর্ণীতি মামলায় একাধিকবার তাঁকে জেরা করা হয়েছে। তাঁর ফ্ল্যাটেও গিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। কিন্তু কিছুতেই তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মািনক ভট্টাচার্যের সন্ধানে তাঁর কলকাতার ফ্ল্যাট এবং নদিয়ার বাড়িতে হানা দিয়েছে সিবিআই। কলকাতার যাদবপুরে দুটি ফ্ল্যাট রয়েছে মানিক ভট্টাচার্যের। একটি সেন্ট্রাল রোডে ও একটি ইস্ট রোডে।

মািনক কোথায়

সিবিআই তাঁর খোঁজ পাচ্ছে না এদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমকে ফোনে তিনি জািনয়েছেন, তিনি বাড়িতেই রয়েছেন। তিিন কোথাও যান নি। এদিকে সিবিআই তাঁকে খুঁজে না পেয়ে লুকআউট নোটিস জারি করেছে। যার জেরে দেশের বাইকে কোথাও যেতে পারবেন না তিনি। বিমান বন্দরগুলিকে সতর্ক করা হয়েছে। কাস্টমস, ইমিগ্রেশন বিভাগকেও সতর্ক করে সিবিআই। একই ভাবে স্থলবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করে সিবিআই।

নিয়োগ দুর্নীতি

এসএসসি কাণ্ডের মত প্রাথমিক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে। টেট পরীক্ষা না দিয়েই অনেকে প্রাথমিকে চাকরি পেয়ে গিয়েছেন। তার নেপথ্যে কে রয়েছেন তা জানতেই প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যকে জেরা করে সিবিআই। গত ২৭ জুলাই তাঁকে বেশ কয়েক দফায় জেরা করা হয়েছে। প্রায় ১৫ ঘণ্টা একটানা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে।

More WEST BENGAL SCHOOL SERVICE COMMISSION News  

Read more about:
English summary
Mamata government withdraw Manik Bhattacharya's Security