প্রধানমন্ত্রী নিরাপত্তা মামলায় চাপে পাঞ্জাব পুলিশ। ফিরোজপুরে এসএসপির গাফিলতিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর িনরাপত্তায় ত্রুটি ধরা পড়েছে। ২ ঘণ্টা আগে ফিরোজপুরের এসএসপিকে খবর দেওয়া হয়েছিল েয প্রধানমন্ত্রী মোদী সেই পথ দিয়ে যাবে। তারপরেও প্রধানমন্ত্রীকে সুরক্ষা দিতে পারেনি ফিরোজপুরের এসএসপি।