Russia-Ukraine War: ইউক্রেনের রেল স্টেশনে রাশিয়ার হামলায় মৃত্যু কমপক্ষে ২২ জনের, দাবি জেলেনস্কির

ক্রমেই দীর্ঘায়িত হচ্ছে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ (russia ukraine war) । প্রেসিডেন্ট (President) ভলোদিমির জেলেনস্কি (Zelensky) দাবি করেছেন, ইউক্রেনের (Ukraine) একটি রেলস্টেশনে রাশিয়ার (Russua) রকেট হামলায় (attack) কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। এই হামলায় অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট এমন একটি দিনে এই অভিযোগ করেছেন, যেদিনটি মস্কো শাসিত সোভিয়েট ইউনিয়ন থেকে স্বাধীনতার বার্ষিকী পালন করছে।

যুদ্ধ শুরু পরে ছয়মাসের বেশি অতিক্রান্ত

রাশিয়া ইউক্রেনের হামলা চালানোর পরে ছয়মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে। মঙ্গলবার দেশের স্বাধীনতা দিবসে রাশিয়ার উস্কানি সম্পর্কে দেশবাসীকে সতর্ক করেছিলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ইউক্রেনের রাশিয়ার হামলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সব থেকে বড় সংঘাত।

রাষ্ট্রসংঘে নালিশ

রাষ্ট্র সংঘের নিরাপত্তা পরিষদের একটি ভিডিও ভাষণে জেলেনস্কি বলেছেন, পূর্ব ইউক্রেনের রুশ অধিকৃত এলাকা থেকে প্রায় ১৪৫ কিমি পশ্চিমে ছোট শহর চ্যাপলিনে একটি ট্রেনে রকেট হামলা হয়। এই ঘটনায় চারটি গাড়িতে আগুন লেগে যায়। ২২ জনের মৃত্যুর খবরও দেন তিনি। পরে একটি ভিডিও ভাষণে জেলেনস্কি বলেছএন, ইউক্রেন রাশিয়াকে সব কিছু দায়ভার নিতে বাধ্য করবে। তিনি বলছেন, দেশের ভূমি থেকে হানাদারদের পুরোপুরি উচ্ছেদ করা হবে। স্বাধীন ইউক্রেনের মন্দার কোনও চিহ্ন থাকবে না বলেও দাবি করেছেন তিনি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এব্যাপারে কোনও জবাব পাওয়া যায়নি।

ইউক্রেনের পুনর্জন্ম

২৪ অগাস্ট ছিল স্বাধীনতা দিবস উদযাপন। কিন্তু হামলার আশঙ্কার ছুটি উদযাপন বাতিল করা হয় সারা দেশেই। স্বাধীনতা দিবসে মস্কো প্রধান শহরগুলিতে হামলা চালাতে পারে এমন সতর্কতা আগেই জারি করা হয়েছিল। তবে রাজধানী কিয়েভে দিনে অন্তত সাতবার বিমান হামলার সাইরেন বাজলেও কোনও হামলা হয়নি।
দিনের শুরুতে দেশবাসীর উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট বলেন, রাশিয়া যখন হামলা চালায় সেই সময় ইউক্রেনের পুনর্জন্ম হয়েছিল। তিনি বলেছেন, ২৪ ফেব্রুয়ারি ভোর ৪ টেয় একটি নতুন জাতির আবির্ভাব হয়েছিল। প্রেসিডেন্ট বলছেন, সেই জাতি ভয় পায়নি, পালায়নি, হাল ছেড়ে দেয়নি। প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেন পূর্ব ইউক্রেন এবং ক্রিমিয়া উপদ্বীপের রাশিয়া অধিকৃত অংশ পুনরুদ্ধার করবে। তিনি বলেছেন মাথায় বন্দুক ঠেকিয়ে তাদেরকে আলোচনার টেবিলে বসানো যাবে না। ইউক্রেনের তরফে দাবি করা হয়েছে রাশিয়া নৈতিক ও শারীরিক ভাবে ক্লান্ত হয়ে পড়ায় আক্রমণের গতি কমেছে।

পশ্চিমের সমর্থন বাড়ছে

এদিকে ইউক্রেনের ওপরে পশ্চিমী দেশগুলির সমর্থন ক্রমেই বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের অস্ত্র ও সরঞ্জামের জন্য প্রায় ৩ বিলিয়ন ডলারের সাহায্য ঘোষণা করেছেন। মার্কিন যুক্তরহাষ্ট্র ইউক্রেনকে নিরাপত্তা সহায়তা হিসেবে ১৩.৫ বিলিয়ন ডলারের বেশি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।
অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইউক্রেনকে আরও ২০০০ ড্রোন এবং ৬৩.৫ মিলিয়ন ডলারের সামরিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।

ভারতীয় সেনার ওপরে হামলা করতে টাকা পাক কর্নেলের! স্বীকারোক্তি আত্মঘাতী মিশনে থাকা জঙ্গির, ভিডিও ভাইরালভারতীয় সেনার ওপরে হামলা করতে টাকা পাক কর্নেলের! স্বীকারোক্তি আত্মঘাতী মিশনে থাকা জঙ্গির, ভিডিও ভাইরাল

More RUSSIA News  

Read more about:
English summary
Russian attack on rail station kills at least 22 people claims Ukraine President
Story first published: Thursday, August 25, 2022, 9:07 [IST]