নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জের, জামিনে মুক্তির পরেই ফের গ্রেফতার তেলেঙ্গানার বিজেপি বিধায়ক

নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে হায়দরাবাদ থেকে আটক হওয়া বিজেপি বিধায়ক টি রাজা সিং অবশেষে জামিনে মুক্তি পেলেন। ইতিমধ্যে বিজেপি তাঁকে দলের সমস্ত দায়িত্ব থেকে সাসপেন্ড করেছে। তবে বৃহস্পতিবার বিজেপি বিধায়কের জামিনের প্রায় সঙ্গে সঙ্গে তেলেঙ্গানা পুলিশ ফের তাঁকে গ্রেফতার করে। তিন দিনের মধ্যে দ্বিতীয়বার তাঁকে গ্রেফতার করা হল। তবে কী কারণে তাঁকে তেলেঙ্গানা পুলিশ ফের তাঁকে গ্রেফতার করল, এই বিষয়ে স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি। তবে চলতি বছর ফেব্রুয়ারি ও এপ্রিল মাসে উসকানিমূলক মন্তব্য করার জন্য তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

পুরনো অভিযোগের ভিত্তিতে নোটিশ

ফেব্রুয়ারি ও এপ্রিল মাসে টি রাজা সিংয়ের বিরুদ্ধে দায়ের করা দুটো মামলার জন্য তেলেঙ্গানা পুলিশ নোটিশ পাঠায়। ফেব্রুয়ারি মাসে সোশ্যাল মিডিয়ায় বিজেপি বিধায়ক টি রাজা সিং বিতর্কিত বক্তব্য করেছিলেন। তাঁর ভিডিওটি ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা এই ভিডিওয়ের বিরোধিতা করে অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযোগে বলা হয়, রাজা সিংয়ের মন্তব্য সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন ও ভোটারদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করবে। যা উত্তরপ্রদেশের নির্বাচনকে প্রভাবিত করতে পারে। এরফলে ভারতীয় দণ্ডবিধির ১৮৬০ ও জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫১-এর অন্তর্ভুক্ত আইনগুলোকে লঙ্ঘন করছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এপ্রিল মাসে একটি শোভাযাত্রায় উসকানিমূলক মন্তব্যের জেরে টি রাজা সিংয়ের বিরুদ্ধে আর একটি অভিযোগ দায়ের করা হয়। এই অভিযোগের ভিত্তিতেই টি রাজাকে ফের তেলেঙ্গানা পুলিশ গ্রেফতার করেছে বলে মনে করা হচ্ছে।

নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য

সোমবার টি রাজা সিং সোশ্যাল মিডিয়ায় নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। বিজেপি বিধায়ক স্ট্যান্ডআপ কমেডিয়ান মুনওয়ার ফারুকির সমালোচনা করে ১০ মিনিটের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন। সম্প্রতি ফারুকি হায়দরাবাদে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। ফারুকির সমালোচনা করতে গিয়ে টি রাজা সিং নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। এরপরেই বিজেপি বিধায়কের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়। মঙ্গলবার সকালে হায়দরাবাদ পুলিশ তাঁকে আটক করে।

দলের দায়িত্ব থেকে বরখাস্ত

মঙ্গলবার টি রাজা সিংকে গ্রেফতার করার পরেই দলের সমস্ত দায়িত্ব থেকে বিজেপি তাঁকে বরখাস্ত করে। দলের শৃঙ্খলা কমিটির আদেশে বিধায়ক রাজা সিংহকে বলা হয়েছে, 'আপন বিভিন্ন বিষয়ে দলের বিপরীতে অবস্থান করছে। যা দলের বিধি লঙ্ঘিত হচ্ছে। যদি আপনি দলের কোনও দায়িত্বে থাকেন, সেক্ষেত্রে এই মুহূর্তে আপনাকে দলের সমস্ত দায়িত্ব থেকে বরখাস্ত করা হচ্ছে। এখনই আপনাকে দল থেকে বহিষ্কার করা হবে না। তবে আপনাকে ১০ দিনের মধ্যে উত্তর দিতে হবে, কেন আপনাকে দল থেকে বহিষ্কার করা হবে না। বিশদে আপনাকে ২২ সেপ্টেম্বরের মধ্যে নীচে স্বাক্ষরকারী ব্যক্তিকে জানাতে হবে।'

More TELENGANA News  

Read more about:
English summary
Telengana Police arrested BJP MLA T Raja Singh arrested again second time in three days
Story first published: Thursday, August 25, 2022, 18:29 [IST]