Asia Cup 2022: ভারত নাকি পাকিস্তান, হাইপ্রোফাইল দ্বৈরথ জয়ের সম্ভাবনা উজ্জ্বল কোন দেশের?

২৮ অগস্ট পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে ভারত। ভারত এবং পাকিস্তান- উভয় দল একে অপরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করতে চলার ফলে দুই দলের সমর্থকের মধ্যেও উন্মাদনা তুঙ্গে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দেখে নেওয়া যাক হাইপ্রোফাইল ম্যাচে জয়ের সম্ভাবনা কার বেশি।

ভারত-পাকিস্তানের শেষ সাক্ষাৎ:

ভারত বনাম পাকিস্তানের শেষ ম্যাচ ভারতের কাছে অন্যতম দুঃস্বপ্নের দিন ছিল। দুই দেশ শেষ বার মুখোমুখি হয়েছিল আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২১-এ। সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজিত বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ইভেন্টে দশ উইকেটে ভারতকে পারাস্ত করেছিল পাকিস্তান। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ৬৮ রানে অপরাজিত ছিলেন ওই ম্যাচে।

ভারত বনাম পাকিস্তান মুখোমুখি সাক্ষাৎ:

ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে মোট ২০০টি ম্যাচ খেলেছে। টি-২০ ফরম্যাটে দুই দল মুখোমুখি হয়েছে ৯ বার যার মধ্যে দুই বার মাত্র জিতেছে পাকিস্তান, ভারত জিতেছে ৭টি ম্যাচে। দুই দল নিজেদের মধ্যে খেলেছে ১৩২টি ওডিআই ম্যাচ যার মধ্যে পাকিস্তানের জয় এসেছে ৭৩টি ম্যাচে এবং ভারত জিতেছে ৫৫টি ম্যাচে। ৪টি ম্যাচের কোনও ফলাফল বের হয়নি। দুই দল ৫৯টি টেস্ট ম্যাচ খেলছে যার মধ্যে পাকিস্তানের জয় ১২টি ম্যাচে এবং ভারতের জয় ৯টি ম্যাচে। ৩৮টি ম্যাচ ড্র হয়েছে।

আসন্ন ভারত-পাক ম্যাচে কোন দলের জয়ের সম্ভাবনা বেশি:

যদিও ক্রিকেট অনিশ্চিয়তার খেলা কিন্তু আমরা প্রত্যেকেই চাই কাউকে ফেভারিট বেছে নিতে। তবে, যুক্তি, শক্তি এবং সাম্প্রতিক অতীতে অন্যান্য দেশগুলির বিরুদ্ধে পারফরম্যান্সের বিচার করা হলে ফেভারিট এক কথায় ভারত। শাহিন শাহ আফ্রিদির না থাকাটা বিরাট ক্ষতি পাকিস্তানের জন্য। ভারতী. মিডল অর্ডার ব্যাটিং-এর শক্তি এই ম্যাচে এগিয়ে রাখছে রোহিত শর্মার দলকে। ফেভারিট না হলেও টি-২০ ক্রিকেটে বাবর আজমের পাকিস্তান নিজেদের ছাপ ছাড়তে সফল হয়েছে। বাবার ছাড় পাকিস্তানের সম্ভ্রম আদায় করে নেওয়া ব্যাটিং লাইনআপে রয়েছেন মহম্মদ রিজওয়ান এবং ফকর জামান।

এশিয়া কাপের জন্য ভারতের স্কোয়াড:

রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীপক হুডা, রবীন্দ্র যাদব, রবিচন্দ্রন অশ্বিন, রবি বিষ্ণোই, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার, অর্শদ্বীপ সিং, আভেষ খান, যুজবেন্দ্র চাহাল

পাকিস্তারে স্কোয়াড:

বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান, ফকর জামান, হায়দার আলি, খুশদিল শাহ, আসিফ আলি, ইফতিকার আহমেদ, শাদাব খান, মহম্মদ নাওয়াজ, মহম্মদ ওয়াসিম জুনিয়র, হ্যারিস রউফ, নাসিম শাহ, শেহেনওয়াজ ধানি, উসমান কাদির, মহম্মদ হাসনেইন

জেমস অ্যান্ডারসন ১০০! ইংল্যান্ডের তারকা পেসার বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে গড়লেন অনন্য রেকর্ডজেমস অ্যান্ডারসন ১০০! ইংল্যান্ডের তারকা পেসার বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে গড়লেন অনন্য রেকর্ড

More ASIA CUP News  

Read more about:
English summary
Here is the detailed article on the favourite India vs Pakistan clash in Asia Cup 2022. Here you will get to know who is the favourite to win the match
Story first published: Thursday, August 25, 2022, 19:55 [IST]