'সিবিআই-ইডিকে ভয় দেখানো হচ্ছে, আফগানিস্তান নাকি?' সেটিং তত্ব থেকে কি পিছু হটলেন দিলীপ ?

সিবিআইয়ের সঙ্গে সেটিং ছিল মমতা সরকারের। দিলীপের বেফাঁস মন্তব্যে বেকায়দায় পড়েছিল বিজেপি। তার পরেই আবার বুধবার দিলীপ ঘোষ দাবি করেছেন অনুব্রত মণ্ডলকে বাঁচাতে ইডি-সিবিআইকে হুমকি দিচ্ছে টিএমসি সরকার। এটা আফগানিস্তান হয়ে গিয়েছে। বাংলাকে আফগানিস্তােনর সঙ্গে তুলনা করেছেন তিনি।

ভয় দেখাচ্ছে টিএমসি

কয়েকদিন আগে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ দাবি করেছিলেন মমতা সরকারের সঙ্গে সেিটং ছিল সিবিআইয়ের। তারপরেই আবার বুধবার উল্টো দাবি করেছেন দিলীপ। তিিন বলেছেন,' সিবিআই-ইডিকে ভয় দেখানো হচ্ছে। তদন্ত ছেড়ে তারা যাতে চলে যায় সেই পরিস্থিতিও তৈরি করা হচ্ছে। এটা কি আফগানিস্তান হয়ে গেছে? ' হঠাৎ করে সেটিং তত্ব থেকে সরে এসে একি কথা বলছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। তিনি অভিযোগ করেছেন, ' ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে। বাদ যাচ্ছেন না বিচারকরাও। '

সেটিং তত্ব দিলীপের

কয়েকদিন আগে বিজেপি েনতা দাবি করেছিলেন সিবিআইয়ের সঙ্গে সেটিং রয়েছে মমতা সরকারের। সেকারণে সিবিআই এখােন কাজ করছিল না। দিলীপের সেটিং সত্ত্ব িনয়ে অস্বস্তিতে পড়েছিল বিজেপি। সটান অমিত শাহ তাঁকে তলব করেছিল। তারপরেই নিজের অবস্থান থেকে সরেননি তিনি। তারপর কী এমন ঘটল যে হঠাৎ করে সেটিং তত্ব থেকে সরে এলেন তিনি। টিএমসি এই িনয়ে কটাক্ষ করে বলেছিল, সেমসাইড গোল িদয়েছেন দিলীপ ঘোষ।

বিচারককে হুমকি চিঠি

অনুব্রত মণ্ডল কাণ্ডে বিচারকের কাছে হুমকি চিঠি এসেছিল। বিচারককে সেই চিঠিতে হুমকি দিয়ে লেখা হয়েছিল, অনুব্রত মণ্ডলকে জামিন না দিলে মাদক মামলায় সপরিবারে ফাঁসিয়ে গেয়া হবে। তার পরেই দুর্গাপুর কমিশনারেেট অভিযোগ জানান বিচারক। সেই সঙ্গে হাইকোর্টে জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। বিজেপির আইনজীবী সেল এই িনয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে।

সিবিআই তদন্তের দাবি অনুব্রতর

এদিকে বিচারককে হুমকি চিঠির ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছেন কেষ্ট নিজেই। আদালতে বিচারককে হাত জোর করে বলেছে কে চিঠি পাঠিয়েছে তার সিবিআই তদন্তের িনর্দেশ দিন। অনুব্রতর আইনজীবী বলেছেন কেষ্টর বিরুদ্ধে ষড়যন্ত্র করেই এই চিঠি পাঠানো হয়েছে। এই ঘটনা টিএমসি বা অনুব্রত মণ্ডলের কোনো হাত েনই। একেবারে হুমকির অভিযোগ খারিজ করে দিয়েছেন তিনি।

'হুজুর মঙ্গলবার টিভিতে যা দেখলাম...', হাত জোড় করে কেন এমন মন্তব্য অনুব্রতর 'হুজুর মঙ্গলবার টিভিতে যা দেখলাম...', হাত জোড় করে কেন এমন মন্তব্য অনুব্রতর

More DILIP GHOSH News  

Read more about:
English summary
Dilip Ghosh said TMC threat ED and CBI officers
Story first published: Wednesday, August 24, 2022, 14:28 [IST]