ষষ্ঠ বিদেশি বেছে নিল ইস্টবেঙ্গল:
ষষ্ঠ বিদেশি হিসেবে ইস্টবেঙ্গল সই করাল অস্ট্রেলিয়ার তরুণ ফুটবলার জর্ডান ও'দোহার্তিকে। অস্ট্রেলিয়ার ফুটবলার হলেও জর্ডানের জন্ম স্পেনের মালোরকায়। শৈশবে বাবা-মায়ের সঙ্গে তিনি চলে আসেন অস্ট্রেলিয়ায়। আগামী কয়েক দিনের মধ্যেই কলকাতায় চলে আসবেন জর্ডান। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার শীর্ষ লিগ এ লিগে আত্মপ্রকাশ ঘটে তাঁর। অ্যাডিলেডের যুব অ্যাকাডেমি থেকে তাঁর উথ্থান। অ্যাডিলেডের সিনিয়র দলে সই করার আগে তিনি খেলেছিলেন মেলবোর্ন নাইটসে লোনে। অ্যাডিলেড রাইডার্স থেকে সেখানে গিয়েছিলেন তিনি। ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত তিনি খেলেন ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডেরার্সে। গত মরসুমে অর্থাৎ ২০২১-২২ পর্যন্ত নিউক্যাসেল জেটসের হয়ে খেলেন। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-২৩ দলের হয়েও খেলেছেন তিনি। আসন্ন আইএসএল-এর কনিষ্ঠতম বিদেশি ফুটবলার হতে চলেছেন তিনি।
দিল্লি এফসি থেকে লোনেইস্টবেঙ্গলেহিমাংশুজাংড়া:
দিল্লি এফসি থেকে লোনে তরুণ উদীয়মান ফুটবলার হিমাংশু জাংড়াকে সই করাল ইমামি ইস্টবেঙ্গল। ২০২২-২৩ মরসুম ইস্টবেঙ্গলের জার্সিতেই খেলবেন হিমাংশু। অনূর্ধ্ব-২০ ভারতীয় দলকে এই মাসের শুরুর দিকে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিন করার নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে হিমাংশুর। হরিয়ানার এই তরুণ ফুটবলার টুর্নামেন্টে পাঁচটি গোল করেছিলেন। এর আগে অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭ ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন হিমাংশু। গার্ডিয়ানের বিচারে সারা বিশ্বের আগামী দিনের সেরা ৬০ প্রতিভার মধ্যে জায়গা করে নিয়েছেন জাংড়া।
কলকাতায় এসে পড়েছেন ইস্টবেঙ্গলের গোলরক্ষক কোচ:
বুধবার রাত ১২:১০ মিনিটে কলকাতায় পা রাখেন ইস্টবেঙ্গলের গোলরক্ষক কোচ অ্যান্ড্রু কেথ পিটারসন। ৫২ বছর বয়সী এই অস্ট্রেলীয় গোলরক্ষক কোচ ইংলিশ ফুটবলের একািক নামি ক্লাবের জার্সিতে প্রতিনিধিত্ব করেছেন। লুটন টাউন, সুইনডন টাউন, ব্র্যাডফোর্ড সিটি, চার্লিটন অ্যাথলেটিক্স, পোর্টসমাউথ, ব্রাইটনের মতো ক্লাবের জার্সিতে তিনি খেলেছেন।
ডুরান্ডে জয়ে ফেরার লক্ষ্যে ইস্টবেঙ্গল:
নতুন মরসুমের প্রথম ম্যাচ ড্র করেছে ইস্টবেঙ্গল। নৌ-বাহিনীর বিরুদ্ধে গোল শূন্য ড্র হলেও দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া কিছু ভাবছে না লাল-হলুদ। প্রথম ম্যাচের আগে একমাত্র লিমা কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের হাতে থাকলেও অপর দুই বিদেশইকে এই ম্যাচ থেকে পাবে লাল-হলুদ। এলিয়ান্দ্রো এবং সেলিটনের আন্তর্জাতিক ক্লিয়ারেন্স চলে এসেছে।