প্রধান বিচারপতির পর্যবেক্ষণ
বিনামূল্যে প্রতিশ্রুতি নিয়ে নিজের পর্যবেক্ষণে দেশের প্রধান বিচারপতি রমনা বলেছেন, আজ যাঁরা বিরোধী দলে আছে তারা আগামীকাল ক্ষমতায় আসতে পারে। তাঁদেরকেও এটা পরিচালনা করতে হবে। তাঁর মতো বিনামূল্যের প্রতিশ্রুতি অর্থনীতিকে ধ্বংস করতে পারে। তিনি জানান, এর শুনানির জন্য বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ গঠন করে দিচ্ছেন।
জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিজেপি নেতা
বিনামূল্যে প্রতিশ্রুতি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায়। সেখানে তিনি বলেছিলেন কেন্দ্রীয় সরকারের পাশাপাশি নির্বাচন কমিশনকে রাজনৈতিক দলগুলির নির্বাচনী ইস্তেহার নিয়ন্ত্রণ করতে পদক্ষেপ নিতে হবে। এব্যাপারে দায়বদ্ধ দলগুলিকেও নির্দেশ দেওয়ার আবেদন তিনি করেছিলেন। শুধু দিল্লিতেই নয় পঞ্জাবে বিনামূল্যে বিদ্যুতের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে আপ। একই ধরনের প্রতিশ্রুতি তারা দিচ্ছে গুজরাতেও। তাই আপের তরফে বিজেপি নেতার আবেদনকে রাজনৈতিক স্বার্থের মামলা বলে দাবি করা হয়েছে। অন্য রাজনৈতিক দলগুলিও বিজেপি নেতার আবেদনের বিরোধিতা করেছে।
সাহায্য করবে কেন্দ্র
প্রধান বিচারপতির প্রশ্নে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছেন, কেন্দ্রীয় সরকার সবরকম ভাবে এব্যাপারে সাহায্য করবে। কমিটি গঠন করে কেন্দ্রীয় সরকার এব্যাপারে তাদের রিপোর্টও জমা দিতে পারে।
বিনামূল্যে প্রতিশ্রুতি নিয়ে নির্বাচন কমিশন
কোন বিষয়কে বিনামূল্যের প্রতিশ্রুতি বলা হবে? সেই প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনের তরফে আইনজীবী অরবিন্দ দাতার বলেছেন, যদি কোনও দলের নির্বাচনী ইস্তেহারে কিছু থাকে তাহলে কি তাকে বিনামূল্যে প্রতিশ্রুতি বলা হবে? বিনামূল্যের অর্থনৈতিক প্রভাব বিচার করার জন্য যখেষ্ট উপাদান মজুত আছে বলেও জানান তিনি।
বিরোধিতা আরবিআই-এর
বিনামূল্যের প্রতিশ্রুতির বিরোধিতা করেছেন আরবিআই-এর অর্থনীতিবিদ আশিমা গোয়েল। তিনি বলেছেন, সরকার যখন কোনও জিনিস বিনামূল্যে দেয় তখন এর খরচ কোথাও একটা ধরা থাকে। সাধারণের পণ্য ও পরিষেবার জন্য
ব্যয় ক্ষমতা বৃদ্ধি করলেও বিনামূল্যের জিনিস বিনামূল্যে পাওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি। ভর্তুকিকে ক্ষতিকারক বলে বর্ণনা করে তিনি বলেছিলেন, বিষয়টি দামকে বিকৃত করে।