বর্ণ বিদ্বেষ বা বর্ণ বিদ্বেষমূলক মন্তব্যকে কঠিন হাতে দমন করে ফিফা। ফুটবলে বর্ণ বিদ্বেষের কোনও স্থান নেই। প্রতিটা মানুষকে সমান চোখে দেখার জন্য এবং সাধারণের বিষেয় এই সমস্ত বিষয়ে মানবিকতা বোধ এবং সচেতনতা জাগানোর চেষ্টা করা হলেও পরিস্থিতির উন্নতি খুব বেশি যে হয়নি তা বোঝা গেল।
ভারতীয় ফুটবলে ফুটবল বা ক্রিকেট মাঠে বর্ণ বিদ্বেষের তেমন খবর সামনে আসে না কিন্তু ডুরান্ড কাপে বেঙ্গালুরু এফসি এবং ভারতীয় বায়ু সেনার মধ্যে আয়োজিত ম্যাচে আর্মড ফোর্সের এক ফুটবলারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বর্ণ বিদ্বেষমূলক মন্তব্যের।
মঙ্গলবার কিশোর ভারতী স্টেডিয়ামে আইএসএল-এর হাইপ্রোফাইল দল মুখোমুখি হয়েছিল ভারতীয় বাযু সেনার। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষকে হারাতে একেবারেই বিপাকে পড়তে হয়নি সুনীল ছেত্রীর দলকে। এই ম্যাচেই বায়ু সেনার এক ফুটবলার বাগিচা শহরের দলটির এক ফুটবলারের উদ্দেশ্য বর্ণ বিদ্বেষ মূলক মন্তব্য করেন। সংশ্লিষ্ট ওই ফুটবলারের নাম সর্ব সমক্ষে না আনলেও বেঙ্গালুরু এফসি এই নিয়ে উপযুক্ত জায়গায় নালিশ জানিয়েছে।
ভারতীয় ফুটবলে বর্ণ বিদ্বেষ সম্পর্কিত সদ্য ঘটে যাওয়া এই ঘটনা সমানে আসে যখন একটি রিলিজ টুইট করে পার্থ জিন্দালের ক্লাব। টুইটারে ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, 'মঙ্গলবার বিকেলে আমাদের এক ফুটবলারকে বিপক্ষের তরফে বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয়েছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। আমাদের বার্তা খুব স্পষ্ট- ফুটবল সবার জন্য। এখানে ভেদাভেদের কোনও জায়গা নেই ফুটবল সবার জন্য। এই বার্তাই আমরা দিতে চাই।'
— Bengaluru FC (@bengalurufc) August 23, 2022
বেঙ্গালুরু এফসি'র হয়ে এই ম্যাচে গোল চারটি করেন যথাক্রমে রয় কৃষ্ণ, সুনীল ছেত্রী, ফয়জল আলি এবং শিব শক্তি।