বিরাট কোহলি বা রোহিত শর্মা নয়, এই ভারতীয় ব্যাটার বড় আঘাত হানতে পারে পাকিস্তানের উপর, আশঙ্কায় আক্রম

কয়েক দিনের অপেক্ষামাত্র, তার পরই শুরু হতে চলেছে এশিয়া কাপ। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপে অভিযান শুরু করতে চলেছে ভারত। এই ম্যাচে দুই দল নামার আগে তরুণ ভারতীয় ব্যাটারকে নিয়ে চিন্তায় পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আক্রম।

বিরাট-রোহিত নন, সূর্যকুমার যাদবকে নিয়ে চিন্তায় ওয়াসিম আক্রম:

পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আক্রম মনে করেন পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন সূর্যকুমার যাদব। এশিয়া কাপে পাকিস্তানকে বিপাকে ফেলার ক্ষমতা রয়েছে সূর্যের। রোহিত শর্মা, বিরাট কোহলি বা কে এল রাহুলের থেকেও পাকিস্তানের জন্য বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন সূর্য মনে করেন আক্রম।

আক্রম যা বলেছেন:

একটি বেসরকারি চ্যানেলের এক অনুষ্ঠানে আক্রম বলেছেন, "অবশ্যই বিরাট কোহলি, কে এল রাহুল, রোহিত শর্মা রয়েছে, কিন্তু বর্তমান সময়ে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে আমার পছন্দে এক ক্রিকেটার সূর্যকুমার যাদব। ও অসাধারণ। ওকে আমি প্রথম দেখি যখন ও কলকাতা নাইট রাইডার্সে যোগ দেয়। কিছু ম্যাচে সাত-আটে ব্যাটিং করে ও। ভারতী দলে অভিষেকের পর ওর খেলা দেখা চোখকে আনন্দ দেয়। ফাস্ট বোলিং এবং স্পিনের বিরুদ্ধে অসাধরণ খেলে ও। এক বার সেট হয়ে যাওয়ার পর ৩৬০ ডিগ্রিতে খেলার ক্ষমতা রাখে। শুধু পাকিস্তানের বিরুদ্ধেই নয়, অন্যান্য দলগুলির বিরুদ্ধেও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ও।"

ভারতের জার্সিতে সূর্যকুমার যাদব:

ভারতের হয়ে ২৩টি টি-২০ ম্যাচে এখনও পর্যন্ত ৬৭২ রান করেছেন সূর্য। পাঁচটি অর্ধ-শতরান এবং একটি শতরান রয়েছে তাঁর নামের পাশে। দ্য ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে গত সফরে ১১৭ রানের ইনিংস খেলেছিলেন সূর্যকুমার যাদব।

এশিয়া কাপ ২০২২:

শ্রীলঙ্কা হওয়ার কথা থাকলেও অর্থনৈতিক পরিস্থিতি এবং রাজনৈতিক কারণে শ্রীলঙ্কা এই সংস্করণ এ বার আয়োজন করতে পারছে না। শ্রীলঙ্কার পরিবর্তে আয়োজক দেশ হিসেবে বেছে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরশাহীকে। ছয় দল নিয়ে এই বারের প্রতিযোগীতা আয়োজিত হবে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। ভারত এবং পাকিস্তান মুখোমুখি হবে ২৮ অগস্ট।

এশিয়া কাপে ভারতের সাফল্য:

এশিয়া কাপের ইতিহাসে সফলতম ল ভারত। অতীতে এশিয়া কাপের ১৪টি সংস্করণের মধ্যে সাতটিতেই জিতেছে ভারত। সুনীল গাভাসকরের নেতৃত্বে উদ্বোধনী সংস্করণ জিতেছিল ভারত। ২০১৮ সালে হওয়া শেষ এশিয়া কাপের জেতে ভারত।

More INDIA News  

Read more about:
English summary
Wasim Akram feels Suryakumar Yadav can hurt Pakistan in Asia Cup 2022. Suryakumar Yadav has played 23 T20I matches for India
Story first published: Wednesday, August 24, 2022, 11:53 [IST]