সরকার বদল হতেই বিহারে সিবিআই তৎপরতা, নীতীশের আস্থাভোটের আগে ২ RJD নেতার বাড়িতে তল্লাশি

বিহারে সরকার বদল হতেই সিবিআই তৎপরতা। ২ আরজেডি নেতার বাড়িতে সকাল থেকেই তল্লাশি শুরু করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জমি এবং নিয়োগে দুর্নীতির অভিযোগে তল্লাশি চালােনা হচ্ছে। সামনেই নীতীশের আস্থাভোট। তার আগেই দুই আরজেডির নেতার বাড়িতে তল্লাশি ঘিরে জল্পনা শুরু হয়ে গিয়েছে। পুরোটই রাজনৈিতক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করা হচ্ছে।

বিস্তারিত আসছে....

More NITISH KUMAR News  

Read more about:
English summary
CBI raid at 2 RJD leader house in Bihar
Story first published: Wednesday, August 24, 2022, 11:01 [IST]