দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে ময়াঙ্ক আগরওয়াল:
অনেক দিন ধরেই ভারতীয় দলের বাইরে রয়েছেন ময়াঙ্ক আগরওয়াল। চলতি বছরের মার্চ মাসে দেশের জার্সিতে শেষ ম্যাচটি খেলেছিলেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে বেঙ্গালুরুতে সেই ম্যাচটি খেলেন ময়াঙ্ক। ভারতের হয়ে শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি পাঞ্জাব কিংসের অধিনায়ক খেলেন ২০২০ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আইপিএল ২০২২-এ তাঁর নিম্ন পারফরম্যান্স তাঁর দলে ফেরা আরও কঠিন করেছে।
হাল না ছাড়ার কথা ময়াঙ্কের মুখে:
ময়াঙ্ক আগরওয়াল ইএসপিএল ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে বলেছে, "আমি এমন একজন যে হাল ছাড়তে রাজি নয়। আমি নিজেদের লক্ষ্যকে তাড়া করছি এবং আমার খেলার উন্নতি করার চেষ্টা করছি প্রতিটা দিন। ইচ্ছা এবং স্বপ্নের মৃত্যু ঘটে না কখনও।"
আইপিএল-এ খারাপ পারফরম্যান্সে ময়াঙ্কের:
এ এবং তাঁর পারফরম্যান্সের উপর স্পষ্ট প্রভাব লক্ষ্য করা গিয়েছে। গত আইপিএল-এ ১২ ইনিংসে ১৯৬ রান করেন ময়াঙ্ক আগরওয়াল। মহারাজা ট্রফিতে যদিও ময়াঙ্ক ফর্মে ফিরেছেন। বেঙ্গালুরু ব্লাস্টার্সের হয়ে ১১ ইনিংসে কর্ণাটকের ঘরোয়া টি-২০ লিগে তিনি করেছেন ৪৮০ রান। ময়াঙ্ক বলেছেন, "যে কঠিন পরিশ্রম আমি করেছি তার ফল এখন পাচ্ছি। আমি এর জন্য অত্যন্ত খুশি।"
মহারাজা ট্রফিতে দুর্দান্ত ছন্দে ময়াঙ্ক আগরওয়াল:
কর্ণাটকের ঘরোয়া টি-২০ লিগ মহারাজা ট্রফিতে বেঙ্গালুরু ব্লাস্টার্সের অধিনায়ক ময়াঙ্ক বলেছেন, "মহারাজা ট্রফির মতো টুর্নামেন্টে দু'টি শতরান পাওয়ার অনুভূতিটা বেশ ভাল। আপনি যে ভাবে চান সেই ভাবে যদি খেলোয়াড়রা রেসপন্ড করে তা হলে ভাল লাগে। অবশ্যই আমার পিছনে রান থাকার ফলে আমার নিজেরও ভাল লাগে এবং সামনে থেকে দলকে নেতৃত্ব দেওয়া যায়।"