কুতুব মিনারের মালিকানা দাবি স্বঘোষিত তোমার রাজার বংশধরের

কুতুব মিনারের (Qutb Minar) মালিকানা (Ownership) দাবি করে আদালতে আবেদন কুনওয়ার মহেন্দ্র ধোয়াজ সিং নামে এক ব্যক্তির। তিনি নিজেকে দিল্লির তোমার রাজার বংশধর বলে দাবি করেছেন। আদালতে (Court) করা আবেদনে ওই ব্যক্তি বলেছেন, জমি ও কুতুব কমপ্লেক্স সিং পরিবারের অন্তর্ভুক্ত। সেই কারণে কুতুব মিনারের আশপাশের জমি সম্পর্কে কোনও আদেশ কিংবা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সরকারের নেই।

কুতুব মিনারে উপাসনা ও প্রার্থনার আবেদন

কুতুব মিনারের প্রাঙ্গনে নরসিংহের মূর্তি পাওয়ার পরে কুওয়াতুল ইসলাম মসজিদে উপাসনা ও প্রার্থনার করতে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন বেশ কয়েকজন হিন্দু ধর্মাবলম্বী। তবে এর আগে এএসআই-এর আঞ্চলিক পরিচালক ধমরবীর শর্মা বলেছিলেন কুতুব মিনার কুতুব আলগিন আইবক নয়, রাজা বিক্রমাদিত্য তৈরি করেছিলেন। তারপরেই বিতর্ক চরমে উঠেছে।

১৫০ বছরে এই দাবি ওঠেনি

এএসআই-এর তরফে আইনজীবী সুভাষ গুপ্তা বলেছেন, কুতুব মিনার তাদের এই আবেদনের কোনও লোকাস স্ট্যান্ডি নেই। তিনি বলেছেন সুরক্ষিত স্মৃতি স্তম্ভ নিয়ে এএসআই-এর অবস্থান পরিষ্কার। কুনওয়ার মহেন্দ্র ধোয়াজ সিং ১০০ কিমি বিস্তৃত জমির মালিকানা দাবি করেছেনয কিন্তু গত ১৫০ বছরে এই সংক্রান্ত কোনও দাবি ওঠেনি। কীভাবেই সেই দাবি এখন ওঠে?

বিরোধিতায় হিন্দু-জৈনরা

আদালতে এএসআই-ই নয়, হিন্দু ও জৈন ধর্মাবলম্বী যাঁরা সেখানে পুজো করার অধিকার নিয়ে আদালতে আবেদন করেছেন, তাঁরাও ওই আবেদনের বিরোধিতা করেছেন। তাঁদের মন্তব্য এটা দাবিদার ও সরকারের বিষয়। ওই দাবির সঙ্গে তাদের করা মামলার কোনও সম্পর্ক নেই। সেই সঙ্গে তারা বলছেন, এব্যাপারে গত ১০০ বছরে কোনো দাবি তোলা হয়নি, তাহলে কীভাবে এখন সেই দাবি ওঠে! কুতুব মিনারে উপাসনা ও প্রার্থনার জন্য করা আবেদনে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১৩ সেপ্টেম্বর। ওইদিন সকাল ১০ টায় এই মামলার ফের শুনানি করা হবে।

এএসআই-এর অবস্থান

এএসআই-এর আইনজীবীর মতে এই ধরনের আবেদন গ্রহণ করার কোনও কারণ থাকতে পারে না। সেই কারণে কুনওয়ার মহেন্দ্র ধোয়াজ সিং যে আবেজন করেছেন, যেখানে তিনি নিজেকে তোমার রাজার বংশধর বলে দাবি করা হয়েছে, তা প্রত্যাখ্যান করা উচিত। এদিন অতিরিক্ত জেলা ও দায়রা জজ শুনানি মুলতুবি করে দেন। শুনানিতে কুনওয়ার মহেন্দ্র ধোয়াজ সিংয়ের কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না। তবে আদালতের তরফে কুনওয়ার মহেন্দ্র ধোয়াজ সিংকে বিষয়টি নিয়ে যুক্তি উপস্থাপন করতে শেষ সুযোগ দিয়েছে।

ফের নবীকে নিয়ে বিতর্ক! সাসপেন্ডেড বিজেপি বিধায়ককে মারের নিদান কংগ্রেস নেতারফের নবীকে নিয়ে বিতর্ক! সাসপেন্ডেড বিজেপি বিধায়ককে মারের নিদান কংগ্রেস নেতার

More COURT News  

Read more about:
English summary
Qutb Minar is claimed by the self-proclaimed descendant of Delhi's Tomar king
Story first published: Wednesday, August 24, 2022, 22:07 [IST]