বৃষ্টির ঘাটতি শেষবেলায় পুষিয়ে দেবে মৌসুমী বায়ু! ভাদ্রের শুরুতে মারকাটারি ব্যাটিং বর্ষার

সঠিক সময়ে এবার বর্ষা ঢুকলেও আষাঢ়-শ্রাবণে বৃষ্টির ঘাটতিতে ভুগেছে বাংলা। আষাঢ় ও শ্রাবণ বর্ষার দুই মাসে বৃষ্টি নেই। তবে ভাদ্রের শুরুতে জোড়া নিম্নচাপের কল্যাণে দু-দফায় বৃষ্টি হয়েছিল। এবার বৃষ্টি মৌসুমি অক্ষরেখার কারণে। এই মৌসুমি অক্ষরেখার উপস্থিতির ফলে আবহবিদরা মনে করছেন এবার বৃষ্টির ঘাটতি পুষিয়ে যেতে পারে।

শেষবেলায় বেশ দাপট দেখাচ্ছে বর্ষা

বাংলায় বর্ষা বিদায়ের মুখে চলে এসেছে। শেষবেলায় কিন্তু বেশ দাপট দেখাচ্ছে বর্ষা। ভাদ্রে এসে অঝোরে ঝরে চলেছে শ্রাবণ ধারা। ক-দিন আগেই নিম্নচাপের প্রভাবে বাংলার উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। নিম্নচাপের জেরে লাল সতর্কতাও জারি ছিল উপকূলবর্তী অঞ্চলে। এবার মৌসুমি অক্ষরেখার প্রভাবে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দফতরের ইঙ্গিত, ওই মৌসুমি অক্ষরেখা এবার পুষিয়ে দেবে বৃষ্টির অভাব।

বৃষ্টি চলবে আগামী পাঁচ-ছ’দিন

ভাদ্রো র শুরু থেকেই অবিরাম ঝরে চলেছে বৃষ্টি। বুধবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপরে বিরাজ করছে। তার কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হচ্ছে অবিরাম। আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে শুধু ২৪ ঘণ্টাই নয়, এই বৃষ্টিপাত চলবে আগামী পাঁচ-ছ'দিন।

সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস বাংলায়

আলিপুর হাওয়া অফিসের তরফে পূর্বাভাসে জানানো হয়েছে, ২৫ অগাস্ট পর্যন্ত মেঘলা আকাশ ও ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ২৬ অগাস্ট অর্থাৎ শুক্রবার থেকে বৃষ্টির প্রভাব একটু কমবে। ২৬ থেকে ২৯ অগাস্ট পর্যন্ত অর্থাৎ সোমবার পর্যন্ত টানা চারদিন আংশিক মেঘলা আকাশ ও দফায় দফায় বৃষ্টি হবে। মঙ্গলবার ও বুধবার ফের মেঘলা আকাশ ও ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

এই ধাক্কায় পুষিয়ে যাবে বৃষ্টির ঘাটতি

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের দিঘার উপর দিয়ে বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। তার জেরেই দক্ষিণবঙ্গের উপর অবিরাম বর্ষণ হয়ে চলেছে। মঙ্গলবার বিকেলের পর থেকেই আকাশের মুখভার। আগামী সাত-আটদিন আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না। আবহবিদরা মনে করছেন, এই ধাক্কায় পুষিয়ে যাবে বৃষ্টির ঘাটতি।

শরতের শুরু থেকেই বঙ্গে বৃষ্টির দাপট

আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, উপকূলবর্তী জেলা অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর তো বটেই, এছাড়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, ও উত্তর ২৪ পরগনা এবং কলকাতায় ভারী বৃষ্টি হবে। এবার সময়ের আগেই বর্ষা ঢুকেছে রাজ্যে। তবু বৃষ্টির ঘাটতি প্রবল। এর ফলে আশঙ্কা তৈরি হয়েছিল খরার। তবেব আষাঢ় ও শ্রাবণ বিদায় নেওয়ার পর শরতের শুরু থেকেই বঙ্গে যেভাবে দাপট দেখাচ্ছে বৃষ্টি, তাতে স্বস্তি ফিরেছে।

মৌসুমি অক্ষরেখা মেটাবে ৩০ শতাংশ বৃষ্টির ঘাটতি?

আবহবিদরা মনে করছিলেন, এবার বৃষ্টির অভাবে অনেক ক্ষেত্রেই খরার সম্ভাবনা জোরদার। কিন্তু শেষবেলায় বাংলায় মৌসুমি বায়ু প্রবেশ করায় এবং মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপরে বিস্তৃত হওয়ায় বৃষ্টির অভাব পূরণ হয়ে যাবে বলে এখন মনে করছেন আবহবিদরা। এবার পশ্চিমবঙ্গে ৩০ শতাংশ বৃষ্টি কম হয়েছে এখন পর্যন্ত। এবার সবথেকে বৃষ্টির কম হয়েছে উত্তরপ্রদেশে। এ রাজ্যে স্বাভাবিকের থেকে ৪৪ শতাংশ কম বৃষ্টি হয়েছে এবার। সম্প্রতি বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ আর তারপরে মৌসুমি অক্ষরেখার জেরে খরার সম্ভাবনা ক্ষীণ হয়েছে।

Weather update: দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, উত্তরবঙ্গে চড়বে পারদWeather update: দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, উত্তরবঙ্গে চড়বে পারদ

More WEATHER News  

Read more about:
English summary
Weather Offices forecast Monsoon can fulfill the deficit of rain at last time
Story first published: Wednesday, August 24, 2022, 14:05 [IST]