নিয়োগ দুর্নীতির মধ্যেই প্রাথমিকে রদবদল, মানিকদের সরিয়ে ১১ সদস্যের নয়া অ্যাডহক কমিটি

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা চলাকালীনই প্রাথমিক শিক্ষা পর্ষদে একাধিক রদবদল করল সরকার। রাজ্যে সরকার মানিক ভট্টাচার্যদের সরিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ পরিচালনার জন্য ১১ জনের নতুন অ্যাডহক কমিটি তৈরি করল। রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হল আগামী এক বছর এই কমিটিই শিক্ষা পর্যদের যাবতীয় কাজকর্ম পরিচালনা করবে।

More STATE GOVERNMENT News  

Read more about:
English summary
State government reshuffles Primary Education Board and builds new ad hoc committee to remove Manik Bhattacharya
Story first published: Tuesday, August 23, 2022, 18:57 [IST]