Durand Cup: মুম্বই সিটির সামনে এটিকে মোহনবাগান, জয় ছাড়া কিছু ভাবছেন না ফেরান্দো, দিলেন অনেক প্রশ্নের জবাব

ডুরান্ড কাপে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান। গ্রুপের ম্যাচে এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। ডুরান্ডের পরবর্তী পর্বে যাওয়ার জন্য এই ম্যাচ থেকে জয় প্রয়োজন এটিকে মোহনবাগানের।

ডুরান্ডেরগুরুত্বপূর্ণ ম্যাচে এটিকে মোহনবাগানের সামনে মুম্বই সিটি এফসি:

প্রথম ম্যাচে রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে অপ্রত্যাশিত হারে জোর ধাক্কা খেয়েছে এটিকে মোহনবাগান। মরসুমের প্রথম ম্যাচেই হার তাও ডুরান্ড কাপের গ্রুপের ম্যাচে যেখানে একটি হার মানে অন্যান্য প্রতিপক্ষের থেকে অনেকটা পিছিয়ে পড়া, সেই পর্যায়ে দাঁড়িয়ে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য বুধবার এটিকেএমবি'র সামনে মুম্বই সিটি এফসি'র চ্যালেঞ্জ। প্রথম ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করে দিয়েছে সবুজ-মেরুন। ড্রেসিংরুমের খবর অনুযায়ী, ডিফেন্সিভ অর্গানাইজেশনের বেশি করে জোর দিচ্ছেন তরুণ স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো, এই ম্যাচে কোনও ভাবেই বাজে গোল হজম করতে তিনি নারাজ।

রুদ্ধদ্বার অনুশীলন করছে এটিকে মোহনবাগান:

রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে নামার আগের দুই দিন রুদ্ধদ্বার অনুশীলন করেছিল। হারলেও নিজের স্ট্র্যাটেজি বজায় রেখেছেন ফেরান্দো। মুম্বই সিটি এফসি'র বিরুদ্ধে নামার আগেও রুদ্ধদ্বার অনুশীলন করিয়েছেন তিনি। ডিফেন্সের ভুল ত্রুটি শুধরে নেওয়ার পাশাপাশি আক্রমণে গিয়ে ফুটবলাররা যাতে খেই হারিয়ে না ফেলেন সেই দিকেও নজর রয়েছে স্প্যানিশ প্রশিক্ষকের।

প্রথম ম্যাচে হারের পর কষ্ট পেয়েছি:

রাজস্থান ম্যাচে হারের পর সদস্য সমর্থকদের মতোই কষ্ট পেয়েছেন তরুণ প্রশিক্ষক জুয়ান ফেরান্দো। ম্যাচের আগের দিন এটিকেএমবির মিডিয়া টিমের সঙ্গে প্রশ্নত্তর পর্বে তিনি বলেছেন, "প্রথম ম্যাচে অপ্রত্যাশিত হারের পর সদস্য, সমর্থকদের মতো আমিও কষ্ট পেয়েছি। তবে হতাশ নই। বরং পজিটিভ দিক হল, আমরা প্রচুর গোলের সুযােগ তৈরি করেছি। গোলগুলো হলে খেলার ফল অন্য রকম হত, হয়ত ৭-১ বা ৬-০। গোল আটকানো এবং গোল করা দুইটি ক্ষেত্রেই আমাদের উন্নতি করা দরকার। অনুশীলনে ওই ভুলগুলো শোধরানোরচেষ্টা করছি।"

মুম্বই সিটি এফসি'কে সমীহ করলেও জয় পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী ফেরান্দো:

প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি'কে বেশ সতর্ক সবুজ-মেরুন কোচ। তিনি বলেছেন, "মুম্বই সিটি এফসি পুরো শক্তি নিয়ে খেলছে। ওদের দল যথেষ্ট শক্তিশালী। লিগের প্রথম ম্যাচে ওরা বড় ব্যবধানে জিতেছে। আমার দলের চরিত্র আমি জানি, সেটা এএফসি কাপে প্রমাণিত। কোনও চাপ নেই, গোলের সুযোগ প্রচুর আসবে, সেগুলো কাজে লাগাতে হবে। রক্ষণ নিয়ে সতর্ক থাকতে হবে। মরসুম সবে শুরু হয়েছে। দল সংগঠিত হতে একটু সময় দিতে হবে। সবুজ-মেরুন সমর্থকদের কাছে অনুরোধ আস্থা রাখুন, নতুন বিদেশি এবং কয়েক জন ভারতীয় ফুটবলার দলের সঙ্গে যুক্ত হয়েছে, ওদের দলের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দিন।"

তরুণ ফুটবলারদের খেলিয়ে কোনও ভুল করিনি:

এটিকে মোহনবাগান কোচ্ প্রথম ম্যাচে একাধিক তরুণ খেলোয়াড়কে সুযোগ দিয়েছিলেন। যদিও হারের জন্য তরুণ তুর্কিদের দোষ দিতে নারাজা সবুজ-মেরুন কোচ। তিনি বলেছেন, "তরুণ ফুটবলারদের খেলিয়ে কোনও ভুল করছি না। ওদের খেলিয়ে তৈরি রাখতে হবে, ওদের উপর আস্থা রাখতে হবে। প্রতিশ্রুতিবান ফুটবলার তুলে না আনলে ভারতীয় ফুটবলের ক্ষতি। দল তৈরি করতে ডুরান্ডে পরীক্ষানিরীক্ষা করতেই হবে। পরবর্তী টুর্নামেন্টগুলিতে রিজার্ভ বেঞ্চ তৈরি রাখতে এই পরীক্ষা চলবে কারণ এএফসি কাপ, আইএসএল, সুপার কাপে পরীক্ষার সুযোগ কম পাবো।"

More ATK MOHUN BAGAN News  

Read more about:
English summary
Durand Cup: Preview of the match between ATK Mohun Bagan and Mumbai City FC
Story first published: Tuesday, August 23, 2022, 19:51 [IST]