নীরজ চোপড়াকে নিয়ে জল্পনার অবসান, ডায়মন্ড লিগ মিটে নামছেন অলিম্পিকে সোনাজয়ী

চাপানউতোর, জল্পনার অবসান। নীরজ চোপড়া শুক্রবার লোজান (Lausanne) ডায়মন্ড লিগে অংশ নিচ্ছেন। গত মাসে কুঁচকিতে চোট লেগেছিল নীরজের। সে কারণে অংশ নিতে পারেননি কমনওয়েলথ গেমসে। ডায়মন্ড লিগেও তাঁর অংশগ্রহণ নিয়ে সংশয় ছিল ফিটনেসজনিত কারণেই। যদিও সেই ধোঁয়াশা কাটিয়েছেন খোদ নীরজ।

ডায়মন্ড লিগে নীরজ

সুইৎজারল্যান্ডের ডায়মন্ড লিগে ভালো পারফর্ম করতে পারলে নীরজের সামনে খুলে যাবে ডায়মন্ড লিগ ফাইনালের দরজা। যেটি জুরিখে হবে সেপ্টেম্বরের ৭ ও ৮ তারিখ। এই মুহূর্তে ডায়মন্ড লিগের স্ট্যান্ডিংয়ে চতুর্থ স্থানে রয়েছেন টোকিও অলিম্পিকে জ্যাভলিনে সোনাজয়ী নীরজ। ডায়মন্ড লিগে পুরুষদের জ্যাভলিন থ্রো প্রতিযোগিতার শেষ ইভেন্টটি হচ্ছে লোজানে। ২৪ জুলাই বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলাকালীন চোট লাগে নীরজের। পরে আর ঝুঁকি না নিয়ে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস থেকে সরে দাঁড়িয়েছিলেন বছর চব্বিশের নীরজ। বিশ্ব চ্যাম্পিয়নশিপে এবার রুপো জেতেন নীরজ। কমনওয়েলথ গেমসে অংশ নিতে পারবেন না জানিয়েছিলেন গেমস শুরুর দুই দিন আগে।

কুঁচকির চোট সারিয়ে ফিট

ফিট হতে নীরজকে চার সপ্তাহ বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল মেডিক্যাল টিমের তরফে। জার্মানিতে চলে সুস্থ হওয়ার রিহ্যাব প্রক্রিয়া। নীরজ চোপড়া টুইট করে জানিয়েছেন, তিনি শুক্রবার ডায়মন্ড লিগে নামার জন্য পুরোদমে প্রস্তুত। গত ১৭ অগাস্ট লোজান ডায়মন্ড লিগে অংশগ্রহণকারী অ্যাথলিটদের তালিকায় নীরজের নাম রেখেছিলেন আয়োজকরা। কিন্তু তাঁর চোটের অবস্থা কেমন সেটা নিশ্চিতভাবে জানা যাচ্ছিল না। সেই সংশয় দূর হয়েছে নীরজের টুইটেই।

ফাইনালের লক্ষ্যে

ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি আদিল সুমারিওয়ালা বলেছেন, মেডিক্যালি ফিট থাকলেই নীরজ লোজানে নামতে পারবেন। গত ৩০ জুন স্টকহোম লেগে নীরজ দ্বিতীয় স্থানে থেকে শেষ করেছিলেন, এটি তাঁর প্রথম পোডিয়াম ফিনিশ। সাত পয়েন্ট নিয়ে আপাতত পদক তালিকায় চতুর্থ স্থানে থাকা নীরজ ফাইনালে উঠবেন বলে আশা করছেন ক্রীড়াপ্রেমীরা। টোকিও অলিম্পিকে রুপোজয়ী চেক প্রজাতন্ত্রের জাকুব ভালদেচ রয়েছেন পয়েন্ট তালিকার শীর্ষে, তাঁর রয়েছে ২০ পয়েন্ট। জার্মানির জুলিয়াম ওয়েবার (১৯ পয়েন্ট) ও বিশ্ব চ্যাম্পিয়ন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স (১৬ পয়েন্ট) নিয়ে নীরজের উপরে রয়েছেন। স্টকহোম লেগের তুলনায় এবার অবশ্য নীরজের পক্ষে ভালো করাটা সহজই হবে বলে মনে করা হচ্ছে। নীরজ চলতি মরশুমে সর্বাধিক ৮৯.০৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়েছেন। ভালদেচের সেরা পারফরম্যান্স ৯০.৮৮ মিটার, ওয়ালকটের ৮৯.০৭ মিটার। নীরজ ৯০ মিটারের গণ্ডি স্পর্শ করতে পারেন কিনা সেটাই দেখার।

চ্যাম্পিয়ন হলে

চলতি মরশুমে নীরজ ডায়মন্ড লিগের দ্বিতীয় প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। ২০১৮ সালে তিনি জুরিখে চতুর্থ হয়েছিলেন। ২০১৭ সালে তিনটি, ২০১৮ সালে চারটি ও চলতি বছর একটি ডায়মন্ড লিগ মিটে নীরজ অংশ নিয়েছেন। দুবার শেষ করেছেন চতুর্থ স্থানে থেকে। জুরিখ ছাড়াও দোহায় ২০১৮ সালে। চলতি বছর স্টকহোমে তিনি ছিলেন দ্বিতীয় স্থানে। ডায়মন্ড লিগ চ্যাম্পিয়ন হলে ট্রফি ও ৩০ হাজার মার্কিন ডলার প্রাইজ মানি থাকবে। মিলবে ২০২৩ সালের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ওয়াইল্ড কার্ড।

চেতেশ্বর পূজারা একদিনের ম্যাচে ফের হাঁকালেন ঝোড়ো শতরান! অনবদ্য ব্যাটিংয়ের ভিডিও দেখুনচেতেশ্বর পূজারা একদিনের ম্যাচে ফের হাঁকালেন ঝোড়ো শতরান! অনবদ্য ব্যাটিংয়ের ভিডিও দেখুন

More NEERAJ CHOPRA News  

Read more about:
English summary
Olympic Champion Javelin Thrower Neeraj Chopra To Compete On Lausanne Diamond League On Friday. He Has Recovered From The Minor Groin Strain Injury He Had Suffered Last Month.