মেয়ের নামেও বিশাল একটি জমির খোঁজ
জানা যাচ্ছে, দীর্ঘ তল্লাশিতে বেশ কিছু জমির দলিল তদন্তকারী আধিকারিকরা পেয়েছেন। এমনকি অনুব্রত মণ্ডলের মেয়ের নামেও বিশাল একটি জমির খোঁজ তদন্তকারীরা পেয়েছেন বলে সিবিআই সূত্রে খবর। অন্যদিকে তৃণমূল নেতার ঘনিষ্ঠ বেশ কয়েকজনের নামে জমির খোঁজও তদন্তকারীরা পেয়েছেন বলে জানা যাচ্ছে। তবে দীর্ঘ তল্লাশি শেষে নতুন করে বোলপুরের অ্যাক্সিস ব্যাংকে সিবিআই আধিকারিকরা হানা দিয়েছেন বলেই খবর। সোমবার কয়েক ঘন্টা ধরে এই ব্যাঙ্কে তল্লাশি চালিয়েছিলেন তদন্তকারীরা। আজ ফের একবার সেই ব্যাংকেই হানা দিল সিবিআই। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই ফের ওই ব্যাংকে হানা বলে জানা যাচ্ছে।
রাইস মিলের মালিক রাজীব নজরে
অন্যদিকে তদন্তকারীদের র্যাডারে এই মুহূর্তে আরও এক রাইস মিলের মালিক রাজীব ভট্টাচার্য। যিনি অন্যতম অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলেই খবর। তাঁর বেশ কিছু কার্যকলাপ সন্দেহজনক বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। বিশেষ করে অল্প কিছুদিনের মধ্যে কীভাবে বিপুল সম্পত্তির মালিক হলেন রাজীব? সেটাও ভাবাচ্ছে তদন্তকারীদের। ইতিমধ্যে এক প্রস্ত রাজীবকে জেরা করেছে সিবিআই আধিকারিকরা। কিন্তু উত্তরে সন্তুষ্ঠ নয় বলেই খবর। ফলে নতুন করে ডাকা হতে পারে বলে জানা যাচ্ছে।
৬৬ লক্ষ টাকা এই রাজীব মিটিয়েছিলেন
গরুপাচার মামলায় বহুদিন ধরেই তদন্তকারীদের নজরে ছিলেন রাজীব। তদন্তকারীরা মনে করছেন গিরু পাচারের একটা বড় অংশ তাঁর অ্যাকাউন্টে ঢুকেছে। আর এই অ্যাকাউন্ট ঘাটতে বেশ কিছু সন্দেহজনক লেনদেনের খোঁজ পেয়েছেন বলে সিবিআই সূত্রে খবর। এমনকি অনুব্রত মণ্ডলের স্ত্রী যখন অসুস্থ ছিলেন সেই সময় হাসপাতালের ৬৬ লক্ষ টাকা এই রাজীব মিটিয়েছিলেন বলেও তদন্তে জানতে পেরেছে সিবিআই। এমনকি এই সংক্রান্ত নথিও তদন্তকারীদের হাতে এসেছে বলে খবর।
রাজীবকে জেরা করতে পারে সিবিআই
এই বিপুল পরিমাণ টাকা কীভাবে এল তা নিয়েই হয়তো অনুব্রত ঘনিষ্ঠ রাজীবকে জেরা করতে পারে সিবিআই। কোনও ভাবে কি গরু পাচারের টাকা অনুব্রত মণ্ডলের স্ত্রীয়ের চিকিৎসার টাকা দেওয়া হয়নি তো? সেটাই এখন খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, অনুব্রতের হয়ে তাঁর একাধিক চালকলের দেখাশোনা করতেন রাজীব।