পুরুলিয়ায় কন্টেনার উল্টাতেই বেরলো গরু
মঙ্গলবার সকালে পুরুলিয়া হুড়ায় ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে উল্টে যায় একটি কন্টেনার। তার দরজা খুলতেই একে একে ২২ টি গরু বের করা হয়। তবে এর মধ্যে পাঁচটি গরু ততক্ষণে মরে গিয়েছে। সঙ্গে পাঁচটি গরু জখম হয়।
পুলিশ কন্টেনারের চালক এ খালাসিকে আটক করেছে। কন্টেনারের বাইরে আমূলের ছাপ মারা। তাদের দেওয়া বয়ান অনুযায়ী, কন্টেনারটি বিহারের ঔরঙ্গাবাদ থেকে কলকাতায় যাচ্ছিল। কৃষিকাজের জন্য এই গরু নিয়ে যাওয়া হচ্ছিল বলে দাবি করেছে ওই চালক ও খালাসি।
এব্যাপারে জেলা অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, এই ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কন্টেনারের মালিকেরও খোঁজ করা হচ্ছে। পুরুলিয়া পুলিশের তরফে অপরাধমূলক ষড়যন্ত্র এবং পশু নির্যাতম আইনেমামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে।
রাজনৈতিক তরজা
এই ঘটনায় বিজেপির তরফে দুধের কন্টেনারে গরু পাচারের অভিযোগ তুলে তৃণমূলকে নিশানা করা হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন শাসক দল।
|
শুভেন্দু অধিকারীর নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়
এই ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। টুইটে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় গরু পাচার চক্রের কিংপিন বলেছেন। তাঁর নির্দেশেই পুলিশ গরু পাচারের অভিনব উপায় বের করেছে বলেও মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। এব্যাপারে 'পুষ্পা' সিনেমা থেকে অনুপ্রেরণা পাওয়ার কথাও বলেছেন বিরোধী দলনেতা। পুরুলিয়ায় গরু পাচারে আমূলের কন্টেনার ব্যবহারেরও অভিযোগ করেছেন তিনি।
গরু পাচারের পুরনো উপায় বন্ধ
টুইটে শুভেন্দু অধিকারী বলেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নজরদারিতে বিএসএফ সীমান্তে নিরাপত্তা কড়া করেছে। যার জেরে পুরনো উপায়ে গরু পাচার বেশ কঠিন। তারপরেও পশ্চিমবঙ্গে গরু পাচারের সিন্ডিকেট সক্রিয় রয়েছে।
প্রসঙ্গত এদিন ভোররাতে পশ্চিমবঙ্গ সীমান্তের কাছে ঝাড়খণ্ডের ধানবাদেও গরু বোঝাই কন্টেনার ধরেন স্থানীয় গোরক্ষক সমিতির সদস্যরা।