মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য বিধায়কের ব্যক্তিগত, দায় এড়াল বিজেপি

নূপুর শর্মার ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেিন গেরুয়া শিবির। তার মধ্যেই ফের মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেছেন তেলঙ্গানার বিজেপি বিধায়ক রাজা সিং। তড়িঘড়ি তাঁকে গ্রেফতার করে বার্তা দিয়েছে বিজেপি। বিতর্কের দায় ঝেড়ে ফেলতে একেবারে সাফ জানিয়ে দিয়েছে মহম্মদকে নিয়ে রাজা সিং যে মন্তব্য করেছেন সেটা একেবারেই তাঁর ব্যক্তিগত। এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েেছ তেলঙ্গানার বিজেপি বিধায়ক রাজা সিংয়ের ভিডিও। তাতে মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছে বিজেপি বিধায়ককে। এই নিয়ে উত্তাল হয়ে উঠেছিল গোটা হায়দরাবাদ। একাধিক জায়গায় বিক্ষোভ শুরু হয়ে গিয়েছিল। শেষে পুলিশ তৎপরতার সঙ্গে বিজেপি বিধায়ককে গ্রেফতার করে। সঙ্গে সঙ্গে পার্টি থেকে সাসপেন্ড করা হয়েছে তাঁকে।

সামনেই আবার তেলেঙ্গানায় বিধানসভা িনর্বাচন তার আগে েগাসামহলের বিজেপি বিধায়কের এই মন্তব্য বিজেপির যে চাপ বাড়বে তাতে কোনো সন্দেহ েনই। সেকারণেই বিজেপি বিধায়কের মন্তব্যের কোেনা দায় নিতে রাজি নয় বিজেপি। সপাটে দায় এড়িয়ে গিয়েছেন তাঁরা। তবে রাজা সিংয়ের গ্রেফতারিতে বেশ বড় অংশের ভোটারে ধাক্কা খাবে বিজেপি। কারণ বিজেপির সংগঠন তেলেঙ্গানায় শক্তপোক্ত করতে রাজা সিংয়ের বড় ভূমিকা রয়েছে। টিআরএসের বিপুল জয়ের মাঝে নিজের আসন ধরে রেখেছিলেন রাজা সিং।

এদিকে নূপুর শর্মাকে িনয়ে এখনো সংকট কােট নি বিজেপির। রাশিয়ায় গ্রেফতার আইএস জঙ্গি নুপুর শর্মাকে খুন করার পরিকল্পনা করেছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। রাশিয়া থেকে ভারতের ভিসা িনয়ে আসার চেষ্টা করছিল সে। মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করাতেই তাঁকে হত্যার পরিকল্পনা করছিল সেই আইএস জঙ্গি। তাঁকে বিশেষ ভাবে প্রশিক্ষণ দিয়ে ভারতে পাঠানো হচ্ছিল। নূপুর শর্মার নবীকে নিয়ে মন্তব্যের পর গোটা দেেশ তুমুল উত্তেজনা ছড়িয়েছিল। একাধিক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটে। বিদেশের ভারতের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছিল। রাজস্থানে এক দর্জিকে খুন করা হয়েছিল নূপুর শর্মার মন্তব্যকে সমর্থন করার জন্য।

More BJP News  

Read more about:
English summary
Raja Singh coment on Prophet Prophet Mohammed is his own act
Story first published: Tuesday, August 23, 2022, 17:26 [IST]